লেবুর গুণে ভাল থাকবে পেট থেকে ত্বক!
লেবু-জল খেয়ে লেগে পড়ুন!
ঠিকই পড়ছেন। আদা নয়। লেবুর কথাই হচ্ছে। রোজ নিয়ম মেনে এক গ্লাস জলে কয়েক ফোঁটা লেবুর রস ফেলে খেতে পারলে কয়েকটি ক্ষেত্রে উন্নতি হবেই। তাতে ভাল থাকবে শরীর-মন। কাজের উৎসাহ বাড়বে। সব মিলিয়ে রোজ সকালে চায়ের আগে এক গ্লাস লেবু-জল জীবন অনেক উন্নত করবে।
কী কী ভাবে শরীরের যত্ন নেয় লেবুর জল?
১) হজম ক্ষমতা বাড়বে: আজকাল অনেকেই টানা ঘণ্টার পর ঘণ্টা বসে বসে কাজ করেন। ফলে মাঝেমধ্যেই হজমের সমস্যা হচ্ছে কারও কারও। রোজ একটু করে লেবুর জল খেলে অনেকটাই কাজে লাগতে পারে। টানা কয়েক দিন এই খালি পেটে লেবুর জল খাওয়া অভ্যাস করুন। ঝরঝরে হবে শরীর।
২) ওজন কমবে দ্রুত: শরীরচর্চার সময় অনেকেরই হয় না। ফলে এখন অন্য পথ নিতেই হবে। লেবুর জলে যে ওজন কমে, সে কথা মনে রাখবেন। এক কাপ গরম জলে একটি পাতিলেবুর রস মিশিয়ে নিন। নিয়মিত তা খেলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ওজন।
নিয়মিত লেবুর জল খেলে যেমন বলিরেখা পড়ার আশঙ্কা কমবে, তেমনই উজ্জ্বল দেখাবে ত্বক।
৩) ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে: লেবুতে থাকে ভিটামিন সি। তা-ই সাহায্য করে ত্বকের যত্ন নিতে। ফলে নিয়মিত লেবুর জল খেলে যেমন বলিরেখা পড়ার আশঙ্কা কমবে, তেমনই উজ্জ্বল দেখাবে ত্বক।
মাত্র কয়েক সপ্তাহ টানা নিয়ম করে সকালে লেবুর জল খেয়ে দেখুন। কয়েক দিনে বদলটা নিজেরই চোখে পড়বে।