Piercing Hacks

কানে দুল পরলেই রক্ত বেরোচ্ছে? ফোটানোর আগে ভাল করে যাচাই করে নিন, কোথা থেকে ফোটানো নিরাপদ

প্রতিটি সাঁলো বা পার্লারের গুণগত মান এক হয় না। তাই বেশির ভাগ ক্ষেত্রেই কান বা নাক ফোটানোর পর সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই ভাল করে যাচাই করে নিন কোথায় নাক, কান বা চিবুক ফুটো করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৬
Share:

শুধু কান বা নাক নয়, ভ্রুর নীচে, নাভিতে, ঠোঁটের নীচেও ছেলে-মেয়েরা দুল পরছে। ছবি- প্রতীকী

আমাদের দেশে মেয়েদের কান বা নাকে গয়না পরা বহু পুরনো রেওয়াজ। কিছু কিছু প্রদেশে ছেলেদের কানেও দুল পরার চল রয়েছে। তবে ছেলে, মেয়ে নির্বিশেষে সকলেই এখন দুলকে ফ্যাশনের অঙ্গ হিসেবে ব্যবহার করে। শুধু কান বা নাক নয়, ভ্রূর নীচে, নাভিতে, ঠোঁটের নীচেও ছেলে-মেয়েরা দুল পরছে। আগে যেমন বাড়িতেই কানের দুল দিয়ে কান বা নাক বেঁধানো হত, এখন কান বা নাক বেঁধানোর জন্যেও সাঁলো বা আলাদা পার্লার হয়েছে। তবে প্রতিটি সাঁলো বা পার্লারের গুণগত মান এক হয় না। বেশির ভাগ ক্ষেত্রেই সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। তাই ফোটানোর আগে ভাল করে যাচাই করে নিন কোথায় কান ফুটো করছেন।

Advertisement

ফোটানোর আগে খোঁজ নিন, সুচটা স্টেরিলাইজ করা হয়েছে কি না। ছবি- প্রতীকী

কান বা নাক ফোটানোর আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন

১) ফোটানোর আগে খোঁজ নিন, সুচটা স্টেরিলাইজ করা হয়েছে কি না।

Advertisement

২) চেষ্টা করুন চিকিৎসকের কাছে গিয়ে নাক-কান ফোটানোর।

৩) গান শটের মাধ্যমে ফুটো করাতে চাইলে আগে ভাল করে দেখে নিন, সেই পার্লার কোন ধরনের দুল দিচ্ছে। কারণ ত্বক স্পর্শকাতর হলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।

নাক-কান ফোটানোর পরের যত্ন

১) ফুটো করার পরে কিছু দিন অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন।

২) মুখ ধোয়া বা স্নান করার সময় সতর্ক থাকতে হবে। ক’টা দিন সাঁতার কাটাও বন্ধ। বেশি জল বসতে দেওয়া যাবে না।

৩) অ্যালকোহল-যুক্ত সলিউশন বা মৃদু সাবান দিয়ে আলতো হাতে ছিদ্রস্থান পরিষ্কার করুন।

৪) ধৈর্য রাখতে হবে। কানের লতিতে যে ফুটো করা হয়, তা শুকাতে সাধারণত দু’তিন মাস সময় লাগে। কিন্তু অন্যান্য জায়গার ক্ষেত্রে তা শুকাতে দশ মাস পর্যন্ত সময় লাগে। সুতরাং ফুটো করিয়েই সঙ্গে সঙ্গে শৌখিন দুল পরতে পারবেন এমন ধারণা কিন্তু ভুল।

৫) ঘুমের সময়ও সতর্ক থাকা জরুরি, এমন ভাবে শোবেন যেন কানে আঘাত না লাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement