নিজস্ব চিত্র।
২০২২ থেকে যাত্রা শুরু। ক্যুইজের আদলে বাংলা শব্দ নিয়ে অভিনব প্রতিযোগিতার আয়োজন করে আনন্দবাজার অনলাইন। শুরু হয় শব্দের লড়াইয়ে রাজ্যের সেরা স্কুলের খোঁজ। প্রথম বছরের পর ২০২৩-এও রাজ্যের ১০টি জেলার ৪২টি শহরের ১৫৩টি স্কুল থেকে ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী এই খেলায় অংশ্রগ্রহণ করে। পর পর দু’বছর অসাধারণ সাফল্যের পর এ বার খেলা হবে আরও জমিয়ে। লড়াইয়ের ময়দান এ বছর আরও বড়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্যের ২০০-রও বেশি স্কুল। তাই খেলার সব নিয়মকানুন জেনে নিতে হবে আগেভাগে।
প্রতিযোগিতায় ক’টি ধাপ থাকবে, কোন ধাপে কতগুলি স্কুলের ক’জন পড়ুয়া নির্বাচিত হবে, সব কিছু এক নজরে দেখে নেওয়া যাক—
১) প্রাথমিক পর্ব— এই পর্বে স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৫ জনকে বেছে নেওয়া হবে। সংশ্লিষ্ট স্কুলকে জানানো হবে বাছাই করা পড়ুয়াদের নাম। এর পর স্কুলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত ৩ জন শিক্ষার্থী পরবর্তী পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।
২) বাছাই পর্ব— এ বার সম্মুখ সমরে ২০০-রও বেশি স্কুল। পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে থেকেই এই পর্বে বেছে নেওয়া হবে ৫০টি স্কুলকে।
বাছাই পর্বের দ্বিতীয় ধাপে এই ৫০টি স্কুলের মধ্যেই আবার প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে ২৫টি স্কুলকে। এর পর আবারও প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে থেকে ৬টি স্কুলকে বেছে নেওয়া হবে।
৩) চূড়ান্ত পর্ব— এই পর্বে মঞ্চেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। মুখোমুখি হবে রাজ্যের সেরা ৬টি স্কুলের দল। প্রতিযোগিতায় তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সেরার সেরা’ ঘোষণা করা হবে ৩টি স্কুলকে।
এ বছর কার মাথায় উঠবে বিজয়ীর মুকুট? জানতে হলে, চোখ রাখতে হবে আনন্দবাজার অনলাইনে ‘শব্দ জব্দ ২০২৪’-এর পাতায়।