শব্দ ধাঁধা সমাধানের পরীক্ষায় মগ্ন পড়ুয়ারা নিজস্ব চিত্র।
মগজের মারপ্যাঁচে কে হবে জব্দ? শব্দ নাকি শব্দবাজ? শব্দকে জব্দ করার লড়াইয়ে মেতেছে বাংলা। আনন্দবাজার অনলাইনের আয়োজনে শুরু হয়ে গিয়েছে 'শব্দ-জব্দ ২০২৪'। বাংলার বিভিন্ন প্রান্তের ২০০টি স্কুল বেছে নেওয়া হয়েছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।
প্রাথমিক পর্বে স্কুলের ক্যাম্পাসে চলছে শব্দ নিয়ে মজার খেলা। সেই উপলক্ষে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে 'শব্দ-জব্দ' টিম।
স্কুল প্রাঙ্গণের এই পরীক্ষায় সফল শিক্ষার্থীদের মধ্যে থেকে স্কুল কর্তৃপক্ষের নির্বাচিত ৩ জন পড়ুয়া পরবর্তী স্তরে স্কুলের প্রতিনিধিত্ব করবে। এই পর্বে ১২টি জেলায় সেখানকার স্কুলগুলির মধ্যে প্রতিযোগিতা হবে। বেছে নেওয়া হবে জেলার সেরা স্কুলগুলিকে। 'শব্দ-জব্দ ২০২৪'-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে কলকাতায়। এই পর্বে মুখোমুখি হবে ১২টি জেলার সেরা স্কুলগুলি। যাদের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হবে সেরা ৬টি স্কুলকে। এ বার মুখোমুখি হবে তারা। চূড়ান্ত পর্বে ৩টি স্কুল পাবে সেরার সম্মান।
এখনও পর্যন্ত ১২টি জেলার ৩৫টি শহরে ১৫২টি বিদ্যালয়ের ৩৭ হাজার ৪৮০ জন পড়ুয়া স্কুল ক্যাম্পাসে 'শব্দ-জব্দ'-এর প্রথম পর্বের পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিযোগিতা শুরুর দ্বিতীয় সপ্তাহে 'শব্দ-জব্দ'-এর টিম গিয়েছিল জেলার এই স্কুলগুলিতে- খুকুরদহ আইসিএসএম হাই স্কুল, আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়, পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির, গৌরা সোনামুই কুঞ্জবিহারী আদর্শ শিক্ষায়তন, সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, আদিত্য অ্যাকাডেমি সেকেন্ডারি স্কুল, সেন্ট জুড হাই স্কুল, বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়, শরৎপল্লী বালিকা বিদ্যালয়, মির্জাপুর হাজী সোলেমান চৌধুরী হাই স্কুল, বরাহনগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, কুর্মিটোলা হাই স্কুল, এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ, অগ্রসাইন বয়েজ স্কুল, দোলনা ডে স্কুল, যাদবপুর বিদ্যাপীঠ, রাজা বিজয় সিং বিদ্যামন্দির, জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংহী উচ্চ বিদ্যালয়, বরুণা সৎসঙ্গ হাই স্কুল, সোনাখালি হাই স্কুল, শাইনি ইন্টারন্যাশনাল স্কুল, মহেশতলা, নন্দনপুর উচ্চ বিদ্যালয়, হাট-সরবেড়িয়া ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন, ব্রাহ্মণবাসন উচ্চ বিদ্যালয়, সেন্ট অগাস্টিন ডে স্কুল, ব্যারাকপুর, সেন্ট অগাস্টিন ডে স্কুল, শ্যামনগর, অমৃতা বিদ্যালয়ম, এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, শ্রীরামপুর মলিনা লাহিড়ী বয়েজ অ্যাকাডেমি, শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন, অশোক হল হায়ার সেকেন্ডারি স্কুল, পুরুষোত্তম ভাগচাঁদকা অ্যাকাডেমিক স্কুল, কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাই স্কুল, বিধানচন্দ্র মেমোরিয়াল গভঃ গার্লস হাই স্কুল, চাঁদমারী দেশপ্রিয় শিক্ষায়তন, আদিত্য অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি দমদম, মডার্ন হাই স্কুল, সাউথ পয়েন্ট হাই স্কুল, হরিমতী দেবী উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়, বিদ্যাভারতী গার্লস হাই স্কুল, বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল, রায়ান উচ্চ বিদ্যালয়, বারুইপুর হাই স্কুল।
'শব্দ-জব্দ'-এর পরীক্ষা ঘিরে পড়ুয়াদের উৎসাহ ছিল তুঙ্গে। সব জেলাতেই একই ছবি। সিলেবাস, চেনা বইপত্র আর ধরাবাঁধা পড়াশোনার বাইরে এ যে এক অন্য রকম শেখা। মজার মোড়কে মেধাচর্চায় মাতৃভাষার শিকড়ের সঙ্গে জুড়ে থাকার সুযোগ এ ভাবেই করে দিচ্ছে 'শব্দ-জব্দ' প্রতিযোগিতা।
এই প্রচেষ্টায় সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস, সুপ্রা পেনস। এ ছাড়াও, ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, নলেজ পার্টনার শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।