‘শব্দ-জব্দ ২০২৪’ -এর অংশগ্রহণকারী স্কুলের পড়ুয়ারা। নিজস্ব চিত্র।
মগজের মারপ্যাঁচে জব্দ হবে কারা? শব্দ নাকি শব্দবাজ— কে জিতে যাবে লড়াই? অবশেষে সেই দিন হাজির হতে চলেছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার রবীন্দ্র সদনে আনন্দবাজার অনলাইনের আয়োজনে ‘শব্দ-জব্দ ২০২৪’-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানের আসর বসবে। কাল, ১১ সেপ্টেম্বর, বুধবার বাংলার বিভিন্ন প্রান্তের ২০০টি স্কুলের মধ্যে থেকে ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে ১২০টি স্কুল।
স্কুলগুলিকে প্রতিযোগিতার শেষ পর্বের বেশ কিছু নিয়মাবলি অনুযায়ী খেলতে হবে। সেগুলি হল—
● প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলের নির্বাচিত ৩ সদস্যের দল (টিম) প্রতিনিধিত্ব করবে।
● চূড়ান্ত পর্বের খেলা মোট ৩টি ধাপে হবে।
● প্রথম ধাপে মোট ৩টি ভাগে ভাগ করে ১২০টি স্কুল একে অপরের মুখোমুখি হবে।
● প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ধাপে মোট ৪৮টি স্কুলকে দ্বিতীয় ধাপের খেলার জন্য বেছে নেওয়া হবে।
● দ্বিতীয় ধাপে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ১২টি দল তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপের খেলায় অংশগ্রহণ করবে।
● তাদের মধ্যে থেকেই সেরা তিনটি স্কুলকে বেছে নেওয়া হবে।
● প্রতিটি ধাপের শেষে ঘোষণা অনুযায়ী সমস্ত প্রতিযোগীদের নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। যারা সেই সময়ে অনুপস্থিত থাকবে, তাদের বাতিল বলে গণ্য করা হবে।
শব্দ নিয়ে খেলার হাত ধরে আগামী প্রজন্মকে মাতৃভাষার শিকড়ের সঙ্গে জুড়ে রাখার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। শব্দ-ধাঁধার জমজমাট টক্করে বেছে নেওয়া হবে বাংলা-সেরা স্কুলকে। খেলাচ্ছলেই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভার কারা সামলাবে, তাদের বেছে নেবে আনন্দবাজার অনলাইন। অডিটোরিয়াম কেঁপে উঠবে কাদের বিজয়োল্লাসে? জানতে হলে নজর রাখতে হবে আনন্দবাজার অনলাইনের 'শব্দ-জব্দ' বিভাগে।
এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস এবং সুপ্রা পেনস। এছাড়াও, ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, ‘চটপটা পার্টনার’ হজমোলা, 'নলেজ পার্টনার' শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।