Shobdo Jobdo 2024

জেলার খেলায় কে হবে সেরা? চলছে ‘শব্দ-জব্দ’র হাড্ডাহাড্ডি ম্যাচ

কলকাতায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে ১২টি জেলার সেরা স্কুল।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৮:১৭
Share:

ঝাড়গ্রাম জেলায় অনুষ্ঠিত হল 'শব্দ-জব্দ ২০২৪' এর চূড়ান্ত পর্ব। নিজস্ব চিত্র।

জমে উঠেছে জেলার লড়াই। আনন্দবাজার অনলাইনের আয়োজনে 'শব্দ-জব্দ ২০২৪' প্রতিযোগিতা চলছে

Advertisement

১২টি জেলার ৪৫টি শহরে। ১৯০টি বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ৪৪ হাজার ৮৫৮ জন পড়ুয়া অংশ নিচ্ছে তাতে। বিদ্যালয় পর্ব শেষে এ বার শুরু হয়েছে জেলা স্তরের প্রতিযোগিতা।

৩০ জুলাই 'শব্দ-জব্দ ২০২৪'-এ জেলা স্তরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম জেলায়। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বেছে নেওয়া হল সেরা ১০টি স্কুলকে। প্রত্যেক বিদ্যালয়ের তরফে নির্বাচিত ৩ সদস্যের দল সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিল সেখানে।

Advertisement

নির্বাচিত স্কুলগুলি হল- তিলাবনী হাইস্কুল, লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়, ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়, বেলপাহাড়ী এস.সি হাইস্কুল, ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন, রাণী বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়, হাড়দা রামকৃষ্ণ হাইস্কুল, চন্দ্রী চন্দ্রশেখর হাইস্কুল, ঝাড়গ্রাম ননীবালা বিদ্যালয় এবং ঝাড়গ্রাম নেতাজি আদর্শ হিন্দি হাইস্কুল।

এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি অংশগ্রহণ করবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে। কলকাতায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে ১২টি জেলার সেরা স্কুলগুলি। প্রতিযোগিতায় তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা ৬টি স্কুলকে। শব্দ জব্দের লড়াইয়ে এর পরে মুখোমুখি হবে তারা। সেই প্রতিযোগিতায় সেরা ৩টি স্কুল পাবে বিজেতার খেতাব।

এই উদ্যোগে সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। প্রতিযোগিতার ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস, সুপ্রা পেনস। এ ছাড়াও সঙ্গে আছে ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, নলেজ পার্টনার শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement