নতুন বছর বরণ করতে কোথায় যাবেন ভাবছেন? অনেক দিন পর সব বন্ধুরা এক জায়গায় হচ্ছেন? এখনও যদি ঠিক না করে থাকেন কোথায় যাবেন, তা হলে দেখে নিন কিছু আইডিয়া।
শহর এবং শহর থেকে একটু দূরে নিউ ইয়ার্স ইভ-এর জন্য আয়োজন করা হয় নানা ধরনের কর্পোরেট পার্টি। রায়চকের ফোর্ট র্যাডিসনের ফোর্ট ফিয়েস্তাতে গঙ্গাতীরে ফিউশন সুফি সঙ্গীতের আসর হোক বা পার্ক স্ট্রিটের সামপ্লেস এলস-এর নস্টালজিয়ার পরিবেশ, যেমন আপনার পছন্দ বেছে নিন। নিক্কো পার্ক, অ্যাকোয়াটিকা, পিসি চন্দ্র গার্ডেনস— সব জায়গাতেই আয়োজিত হচ্ছে ডি জে নাইটস। তবে মনে রাখবেন এই ধরনের ইভেন্টগুলোর জন্য পাস পাওয়া যায় শুধুমাত্র বিশেষ জায়গা থেকে। দাম মোটামুটি ১,৫০০ টাকা থেকে শুরু।
কর্পোরেট পার্টি
এ ছাড়াও আছে বিভিন্ন পাঁচতারা হোটেলের নিজস্ব নিউ ইয়ার্স থিম পার্টি। সরাসরি ফোন করে জেনে নিতে পারেন এন্ট্রি ফি অথবা কভার চার্জ কত। বাজেট অনুযায়ী চলে যেতে পারেন পছন্দ মতো পার্টিতে। শহরের নানা ক্লাবেও আয়োজিত হয় প্রাইভেট নিউ ইয়ার্স ইভ-এর পার্টি। যেমন রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব, টলি ক্লাব, ক্যালকাটা ক্লাব কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় পার্টি ভেন্যু। এই ধরনের ক্লাবগুলোর পার্টিতে এন্ট্রি হয় শুধুমাত্র আমন্ত্রণপত্র দ্বারা। তাই চেনা কেউ সদস্য হলে এই ধরনের পার্টিতে যেতে সুবিধা হবে।
হাউজ পার্টি
যদি ভিড় এড়িয়ে কাছের মানুষজনদের সঙ্গে সময় কাটাতে চান, তা হলে নিজের বাড়িতে অথবা অন্য কোনও বন্ধুর বাড়িতে আয়োজন করুন পার্টি। মেনুতে থাক ভারী স্ন্যাকস ও হালকা ডিনার। আপনার সংগৃহীত ওয়াইন কালেকশনের উদ্বোধন করতে পারেন এই সুযোগে। শীতের রাতে কাছের বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা আর গান-এর থেকে ভাল আর কী ভাবে বছরের শেষ রাতটা কাটাতে পারেন।
ক্রুজ পার্টি
যদি পরিচিত কেউ ক্রুজ পার্টিতে আমন্ত্রণ জানিয়ে থাকেন, তা হলে তো কথাই নেই। নদীবক্ষে প্রাইভেট পার্টিগুলোতে আমজনতার ভিড়ের মুখে পড়তে হবে না। সময়ের স্রোতের সঙ্গে নদীর ঢেউয়ের স্রোত মিলে তৈরি হয়ে উঠবে মায়াবী আমেজ। খাওয়া দাওয়া অথবা গান বাজনা কোনও কিছুরই অভাব হয় না এই ধরনের পার্টিগুলোতে।
ডেস্টিনেশন পার্টি
যেহেতু বছরের শেষ দিনটা শনিবার পড়েছে তাই উইকএন্ড কাটাতে শহরের ভিড় এড়িয়ে চলে যেতে পারেন কাছেপিঠে কোথাও। শান্তিনিকেতনে কারও গেস্ট হাউজ বা বাড়ি ফাঁকা থাকলে পরিবার অথবা বন্ধুদের নিয়ে চলে যেতে পারেন। সময় কাটানোর জন্য তৈরি করতে পারেন বনফায়ার, আর তার আগুনের উষ্ণতায় চলতে পারে জমিয়ে অন্তক্ষরী। যদি মন্দারমনি বা শঙ্করপুরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা হলে সমুদ্রের ঠান্ডা হাওয়ার আমেজে বরণ করে নিন নতুন বছরকে। বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকলে পরিচিত লোকজনের সঙ্গে যাওয়াই শ্রেয়। যাতে নির্ভাবনায় প্রাণ খুলে আনন্দ করতে পারেন।
আনন্দে কাটান বছরের শেষ দিন আর ভুলে যান গত মাস খানেকের ক্লান্তি আর ধকল। নিজের বাজেট এবং রুচি অনুযায়ী বেছে নিন আপনার পছন্দের পার্টি ভেন্যু। তবে যাই প্ল্যান করুন, সতর্ক থাকবেন যাতে বছরের শেষ দিনটা যেন কোনও দুঃখের কারণ না হয়ে ওঠে।
ছবি: সংগৃহীত