কী ভাবে যে তোমাকে বর্ণনা করি—
অভিধানে তেমন শব্দ নেই,
উপমা নেই,
অলঙ্কার নেই ।
তোমাকে বর্ণনা করব বলে
সারা দিন বসে আছি,
সারা রাত নিদ্রাহীন,
অথচ কিছুই আসছে না মনে , খাতায়-পাতায় !
শিউলির মতো ঝরে যাচ্ছে সময় ,
চলে যাচ্ছে মুহূর্তগুলো লাফ মেরে ,
এ ভাবেই কেটে আমার এক জীবন, সাত জীবন...
তবুও তোমাকে বর্ণনা করতে পারব না , প্রিয়তমা।