Zakir Hussain

জ়াকির হুসেনের ‘মৃত্যু’র সংবাদ নিয়ে বিভ্রান্তি! ভাগ্নের ‘যাচাই না করা’ পোস্টে দাবি, খবর সত‍্য নয়

জ়াকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে তাঁর উদ্দেশ্যে শোকবার্তা জানানো হয়েছিল। তবে, সেই পোস্ট ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছে দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০১:২৪
Share:

জ়াকির হুসেন। —ফাইল চিত্র।

জ়াকির হুসেন কি সত্যি প্রয়াত? ইতিমধ্যেই তাঁর ‘মৃত্যু সংবাদ’ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। প্রখ্যাত তবলাবাদক জ়াকির হুসেনের ‘প্রয়াণ সংবাদে’ উত্তাল হয় সমাজমাধ্যম। রবিবার সন্ধ্যার সেই খবরে বিশ্ব জুড়ে শোক প্রকাশ করেছিল বিভিন্ন মহল। প্রখ্যাত রাজনীতিবিদ, তারকা থেকে শিল্পীর গুণমুগ্ধ ভক্তরা জানিয়েছিলেন শোক। তবে গভীর রাতে শিল্পীর ভাগ্নে আমির আউলিয়া (যাচাই না করা সমাজমাধ্যম অ্যাকাউন্ট) জানিয়েছেন, কিংবদন্তি তবলাবাদক জীবিত আছেন। সেই সঙ্গে তাঁর অনুরোধ, ভুয়ো প্রচার যেন দ্রুত বন্ধ করা হয়।

Advertisement

এ দিন আমির এক্সে লেখেন, “আমার মামা জ়াকির হুসেন বেঁচে আছেন। তবে তিনি আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তদের কাছে আবেদন, সকলে যেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ভুয়ো তথ্য প্রচার বন্ধ করা হোক।”

জ়াকিরের পরিবার সংবাদমাধ্যমকে তবলাবাদকের শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। একটি বিবৃতিতে বলা হয়, “তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জ়াকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে।” এর পরেই তাঁর ‘মৃত্যু সংবাদ’ ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমেমাধ্যমে।

Advertisement

এই প্রসঙ্গে পারভেজ আলম নামে এক সাংবাদিক এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘আমি ১৫ ডিসেম্বর থেকে লন্ডনে তাঁর শ্যালকের সঙ্গে আছি। তাঁর পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেনি।’’ শিল্পীর ম্যানেজার নির্মলা বাচানি জানিয়েছেন, জ়াকির হুসেনের রক্তচাপজনিত সমস্যা আছে। তিনি আরও জানিয়েছেন, বিপদের এই মুহূর্তে সকলের শুভকামনা ও প্রার্থনা কাম্য।

জ়াকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে তাঁর উদ্দেশ্যে শোকবার্তা জানানো হয়েছিল। সেখানে লেখা ছিল, “বিশ্ব একজন সত্যিকারের সঙ্গীত প্রতিভাকে হারিয়েছে। সঙ্গীতে জ়াকির হুসেনের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।” তবে, সেই পোস্ট ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছে দফতর।

এই সেই পোস্টটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement