Zack Snyder

চার ভাগে আসছে ‘স্নাইডার কাট’

তবে ‘জ্যাক স্নাইডার’স জাস্টিস লিগ’-এর এই ভার্সনের শেষে আলাদা অংশগুলি জুড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০৪:০০
Share:

স্নাইডার’স জাস্টিস লিগ।

এ বার দর্শকের কাছে ‘জাস্টিস লিগ’-এর ‘স্নাইডার কাট’ হাজির হতে চলেছে চারটি আলাদা ভাগে, জানালেন পরিচালক জ্যাক স্নাইডার নিজেই। ডিসি ফ্যানডোমের ভার্চুয়াল ইভেন্টে এই ঘোষণা করেছেন পরিচালক। এক ঘণ্টার সেই চারটি ইনস্টলমেন্টের স্ট্রিমিং হবে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে। তবে ‘জ্যাক স্নাইডার’স জাস্টিস লিগ’-এর এই ভার্সনের শেষে আলাদা অংশগুলি জুড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

ফ্যানদের এই বলেও আশ্বস্ত করেছেন পরিচালক যে, ওটিটি প্ল্যাটফর্মে আসার পরে বিশ্বজুড়ে পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের আবদার মেনে ছবিটির হল-রিলিজ় ও ডিস্ট্রিবিউশনের পরিকল্পনার কথাও ভেবে রেখেছেন তিনি। ‘জাস্টিস লিগ’ তৈরির সময়ে ব্যক্তিগত কারণে ছবির নির্মাণ থেকে সরে যেতে হয়েছিল জ্যাক স্নাইডারকে। তাতে ভক্তদের ধারণা হয়েছিল, পরিচালকের ‘ভিশন’-এর সঙ্গে আপস করা হয়েছে ‘জাস্টিস লিগ’-এ। ফ্যানদের তরফে তখনই স্নাইডারের ভার্সন রিলিজ়ের দাবি উঠেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement