Lily Singh

‘আমি বাইসেক্সুয়াল’, ইউটিউব তারকার স্বীকারোক্তির পর কী বলল নেট দুনিয়া?

ইউটিউবে শুধুমাত্র ভিডিয়ো পোস্ট করেই এখন কোটিপতি তিনি। সেই ইউটিউব 'সেনসেশন' লিলি সিংহ এ বার চর্চায় নিজের যৌন প্রবণতা নিয়ে খোলামেলা কথা বলবার জন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০১
Share:

এই সেই ইউটিউব সেনসেশন। ছবি: ইনস্টাগ্রাম

ইউটিউবের অন্যতম বড় তারকাদের একজন তিনি। ইউটিউবে শুধুমাত্র ভিডিয়ো পোস্ট করেই এখন কোটিপতি তিনি। সেই ইউটিউব 'সেনসেশন' লিলি সিংহ এ বার চর্চায় নিজের যৌন প্রবণতা নিয়ে খোলামেলা কথা বলবার জন্য।

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিলি সিংহ নিজেকে বাইসেক্সুয়াল বা উভকামী বলে পরিচয় দিয়েছেন। এটিকে নিজের জীবনের অন্যতম ‘বড় সত্যি’ বলে লিলি সিংহ লিখেছেন, তিনি মহিলা, তিনি রঙিন এবং তিনি উভকামী। এ ছাড়াও তিনি লিখেছেন, সারা জীবন ধরে এই সত্যিটা তাঁকে ভাবিয়ে তুলেছে যে তাঁর যৌন প্রবণতা কী ভাবে মেনে নেবে সমাজ। কিন্তু এখন এটাই তাঁর জীবনের অন্যতম বড় সত্যি। এবং এটাকে নিজের শক্তি বলেই মনে করেন তিনি।

এর পর থেকেই লিলির ভক্তেরা প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। নির্ভীক ভাবে নিজের কথা বলতে পারার জন্য তাঁরা সাধুবাদ জানান লিলিকে। কেউ কেউ এমনও বলেন, “আমরা আগেই জানতাম। এ বার বাকি পৃথিবীও সত্যিটা জানুক। কারণ এতে লজ্জা বা ভয়ের কিছুই নেই।”

Advertisement

✅ Female ✅ Coloured ✅ Bisexual ••• Throughout my life these have proven to be obstacles from time to time. But now I’m fully embracing them as my superpowers. No matter how many “boxes” you check, I encourage you to do the same x ❤️🧡💛💚💙

A post shared by Lilly Singh (@iisuperwomanii) on

দাদার মৃত্যুর পর ডিপ্রেশন কাটাতেই ২০১০ সাল থেকেই ইউটিউবে ভিডিয়ো পোস্ট করা শুরু লিলির। সেই পথ চলার শুরু। তার পর থেকে ধীরে ধীরে হয়ে ওঠেন ইউটিউব সেনসেশন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার এক কোটি বিশ লাখের মতো। ভারতীয়দের নানা ছোটখাট বিষয় নিয়ে হাসি-ঠাট্টা করে ভিডিয়ো পোষ্ট করতেন তিনি। নিজের মাকে নিয়েও মজা করে ভিডিয়ো পোস্ট করতেন।

আরও পড়ুন: মৃত্যুর আগের কয়েক ঘণ্টা কী করেছিলেন দিব্যা ভারতী?

তার পরেই নানা বড় বড় ইভেন্টে ডাক পড়তে শুরু করল তাঁর। ওঠা বসাও শুরু হল নামী স্টারদের সঙ্গে। ঘনিষ্ঠতা বাড়ল বলিউড তারকা শাহরুখ খান বা হলিউডের মিলা কুনিসের সঙ্গে। তাঁর ভিডিয়োতে মুখ দেখিয়েছেন মিশেল ওবামা, মাধুরী দীক্ষিত, সেলিনা গোমেজের মতো তারকারা। এক সময় ফোর্বস ম্যাগাজিনে ইউটিউবে সবচেয়ে বেশি আয় করা তারকাদের মধ্যে একজন ছিলেন লিলি সিংহ। মজা করেই নিজেই নিজের নাম দিয়েছিলেন ‘সুপার উওম্যান’।

আরও পড়ুন: গৃহবধূ, সেলস গার্ল নাকি অন্য পরিচয় শ্রীলেখার? উত্তর দেবে ‘…দ্যাট গিফট’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement