Yo Yo Honey Singh

Yo Yo Honey Singh: সততার জয় হবে, বধূ নির্যাতন বিতর্কে দীর্ঘ বিবৃতি দিয়ে সাফাই হানির

গার্হস্থ্য হিংসা, মানসিক নির্যাতন এবং সম্পত্তি গ্রাসের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী শালিনী তলোয়ার। নিজেকে নিয়ে নতুন বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন হানি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১২:১৬
Share:

হানি সিংহ।

তাঁকে ঘিরে বিতর্কের অন্ত নেই। স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগে বিগত কয়েক দিন নতুন করে সংবাদ শিরোনামে বলিউডের র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ। গার্হস্থ্য হিংসা, মানসিক নির্যাতন এবং সম্পত্তি গ্রাসের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী শালিনী তলোয়ার। নিজেকে নিয়ে নতুন বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন হানি।

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি জারি করে নিজের বক্তব্য রেখেছেন হানি। শুরুতেই তিনি লিখেছেন, ‘আমার কুড়ি বছরের সঙ্গী, আমার স্ত্রী শালিনী তলোয়ার আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তাতে আমি আমি খুবই ব্যথিত। তাঁর অভিযোগগুলি খুবই ঘৃণ্য।’

জীবনের নানা পর্যায়ে একাধিক বিতর্কের সময় নিশ্চুপ থাকলেও তাঁর পরিবারকে কালিমালিপ্ত হতে দিতে চান না হানি। গায়কের স্ত্রীর অভিযোগ, হানির সঙ্গেই তাঁর মা, বাবা এবং বোন অত্যাচার করতেন তাঁকে। অভিযোগপত্রে শালিনী জানিয়েছিলেন, তাঁর শ্বশুর তাঁকে যৌন হেনস্থা করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে হানি লিখেছেন, ‘আমার গানের কথা, শারীরিক অবস্থা নিয়ে জল্পনা, সংবাদমাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরা নিয়ে কখনও কোনও বিবৃতি জারি করিনি। কিন্তু চুপ করে থেকে কোনও লাভ নেই দেখছি। কারণ, আমার বৃদ্ধ মা-বাবা এবং ছোট বোনের বিরুদ্ধেও কিছু অভিযোগ আনা হয়েছে। তাঁরা খারাপ সময়ে আমার পাশে থেকেছেন এবং তাঁদের ঘিরেই আমার জগৎ। ওঁদের বিরুদ্ধে এই অভিযোগগুলি খুবই অপমানজনক।’

Advertisement

বিবাহিত অবস্থায় একাধিক নারীর সঙ্গে যৌনসম্পর্কে জড়িয়েছেন হানি, শালিনী এমন অভিযোগও এনেছেন গায়কের বিরুদ্ধে। খানিক সাফাইয়ের সুরে হানি জানিয়েছেন, দীর্ঘ ১৫ বছরের পেশাগত জীবনে ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁরা প্রত্যেকেই গায়কের সঙ্গে তাঁর স্ত্রীর ব্যক্তিগত সমীকরণ সম্পর্কে অবগত। নিজের দাবিকে আরও পোক্ত করে তুলতে তিনি লিখেছেন, ‘দশ বছরের বেশি সময় ধরে আমার স্ত্রী আমার দলের অংশ। আমার সঙ্গে সব রকম শ্যুট, অনুষ্ঠান এবং বৈঠকে তিনি থেকেছেন।’

আপাতত এই বিতর্ক নিয়ে আর কোনও মন্তব্য করতে চাননি হানি। তাঁর এবং পরিবারের উপর অনুরাগীদের ভরসা রাখতে অনুরোধ করেছেন তিনি। আদালতের উপর গায়কের পূর্ণ আস্থা। তাই সেখানেই জবাবদিহি করবেন হানি। বিবৃতির শেষ অংশে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত যে, সুবিচার পাব এবং সততার জয় হবে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement