Yeh Rishta Kya Kehlata Hai

Serial: স্বামী-স্ত্রীর বিবাদ, গ্রেফতার হলেন ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-র নায়ক কর্ণ মেহরা

কিছু দিন আগে থেকেই টেলি-পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে দম্পতির সম্পর্কে ছেদ ধরেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১২:১৭
Share:

কর্ণ এবং নিশা।

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিক খ্যাত অভিনেতা কর্ণ মেহরাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। সোমবার রাতে স্ত্রী নিশা রাওয়ালের সঙ্গে বিবাদের পরে নিশা তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Advertisement

বিস্তারিত অভিযোগের তথ্য প্রকাশ করেনি মুম্বই পুলিশ। কেবল জানিয়েছে, কর্ণের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার রাতেই গোরেগাঁও থেকে গ্রেফতার করা হয় অভিনেতাকে।

নিশাও এক জন অভিনেত্রী। ‘কেশর’ এবং ‘শাদি মুবারক’ ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন তিনি। ২০১২ সালে বিয়ে করেন নিশা এবং কর্ণ। কিছু দিন আগে থেকেই টেলি-পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে দম্পতির সম্পর্কে ছেদ ধরেছে। যদিও নিশা ও কর্ণ সে কথা অস্বীকার করেছিলেন।

Advertisement

সম্প্রতি নেটমাধ্যমে কর্ণ জানিয়েছিলেন, গত দু'সপ্তাহ তাঁর জীবনের সব থেকে কঠিন সময় ছিল। কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। সঙ্গে এও জানিয়েছিলেন, নিশা তাঁর দেখভাল করার দায়িত্ব নিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement