Yash Dasgupta

নতুন প্রেমে ধীর পায়ে এগতে হবে, নতুন বার্তা যশের

নতুন প্রেমে ধীর পায়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথাই বোঝাতে চেয়েছেন যশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০২
Share:

যশ দাশগুপ্ত।

‘আমি আজও আগের মতোই আছি।’

ভালবাসা দিবসে নিখিল জৈন এই বার্তা দিয়েছিলেন ইনস্টাগ্রামে। টলিপাড়ায় কানাঘুষো, স্ত্রী নুসরত জাহানকে উদ্দেশ্য করেই এই পোস্ট ছিল নিখিলের। কিন্তু যে ব্যক্তিকে কেন্দ্র করে তাঁদের রূপকথায় চিড়, সেই যশ দাশগুপ্ত কী বললেন বিশেষ দিনে?

Advertisement

যশের ইনস্টাগ্রামের দেওয়ালে ছিল না প্রেমের আঁচ। ভালবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করে ‘পিডিএ’ ছিল ব্রাত্য। তবে ভালবাসার দিনে সুর এবং কথার মধ্যে দিয়ে ভালবাসা খুঁজেছেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল গানের দু’টি পংক্তি। ‘চল না আহিস্তে, ইশক নয়া হ্যায়/ পহেলা ইয়ে ওয়াদা হামনে কিয়া হ্যায়’।

নতুন প্রেমে ধীর পায়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথাই বোঝাতে চেয়েছেন যশ। তাই ‘আজা নাচ লে’ ছবির ‘ও রে পিয়া’ গানের এই দুই পংক্তিকে বেছে নিয়েছিলেন তিনি। তা হলে নিখিলের মতো তিনিও কি ভালবাসার মানুষকে প্রছন্ন বার্তা দিলেন?

Advertisement

যশের ইনস্টাগ্রাম স্টোরি।

অন্য একটি স্টোরিতে যদিও ভালবাসাকে আগুনের সঙ্গে তুলনা করেছেন অভিনেতা। সেখানে লেখা, ‘ভালবাসা হল আগুন। কিন্তু সেই আগুন তোমার হৃদয়কে উষ্ণতা দেবে নাকি ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, সেটা বোঝা দায়।’

এক দিকে ধীর গতিতে প্রেম এগিয়ে নিয়ে যাওয়ার কথা, অন্য দিকে সেই প্রেমকেই আগুনের সঙ্গে তুলনা। তা হলে কি স্থিরতা আর তীব্রতার মাঝখানে দাঁড়িয়ে যশ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement