Yash Dasgupta

বিপত্তির মুখে

যাওয়ার পথে এক জায়গায় চা খেতে নেমে চোখে পড়ে, আমার গাড়ির পিছনের কাচ ভাঙা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ০১:০৪
Share:

যশ-নুসরত

একসঙ্গে প্রথম বার শো করতে গিয়ে বিপত্তির মুখে পড়লেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। যশের কথায়, ‘‘কুলগাছিতে শো করতে যাচ্ছিলাম আমি আর নুসরত। আমাদের পাঁচটা গাড়ি ছিল। যাওয়ার পথে এক জায়গায় চা খেতে নেমে চোখে পড়ে, আমার গাড়ির পিছনের কাচ ভাঙা। আরও তিনটে গাড়ি নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কিছুক্ষণ আগেই আমরা একটা আওয়াজ পেলেও গুরুত্ব দিইনি। কে, কী ভাবে কাজটা করল, তা নিয়ে কোনও ধারণা নেই।’’ এ বিষয়ে নুসরতও একমত, ‘‘এই দুর্ঘটনার আগাম আঁচ অবধি পাইনি। কী করে হল, জানি না।’’

Advertisement

যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে চর্চা চলছে সম্প্রতি। একসঙ্গে শো কি সেই আগুনে ঘি ঢালছে? ‘‘পরিকল্পনা করে একসঙ্গে শো করছি না। আয়োজকের তরফ থেকে প্রস্তাব এসেছিল। এ রকম প্রস্তাব পেলে আবার নিশ্চয়ই শো করব,’’ সোজাসাপ্টা যশ। তবে বিষয়টি নিয়ে নুসরতের ক্ষোভ রয়েছে। যদিও তিনি স্বভাবসুলভ হাসিতে বললেন, ‘‘কার সঙ্গে শো করব, এটা সম্পূর্ণ আমাদের পেশাগত সিদ্ধান্ত। ইদানীং সকলে একটু বেশিই আমাদের ব্যক্তিগত ব্যাপারে ঢুকে পড়তে চাইছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement