Yash Dasgupta

Yash-Madhumita: কখনও নায়ক রাজি হয়নি, কখনও নায়িকা চায়নি, ‘যশমিতা’-র ফিরতে কেন পাঁচ বছর, জানালেন যশ

ইতিমধ্যেই গানের কিছু ঝলকে যশ-মধুমিতাকে একসঙ্গে দেখে স্মৃতিমেদুর অনুরাগীরা। ২০১৩ সালে শুরু হওয়া ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি এবং অরণ্যকেই যেন নতুন করে ফিরে পেয়েছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ২২:২৭
Share:

যশ এবং মধুমিতা।

দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে কাজ করেছেন যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। শ্রীভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘ও মন রে’ গানটির ভিডিয়োয় জুটি হিসেবে প্রত্যাবর্তন ঘটবে ‘যশমিতা’-র। ১৫ অগস্ট মুক্তি পেতে চলেছে গানটি। শনিবার সাংবাদিক সম্মেলনে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানলেন যশ এবং মধুমিতা।

ইতিমধ্যেই গানের কিছু ঝলকে যশ-মধুমিতাকে একসঙ্গে দেখে স্মৃতিমেদুর অনুরাগীরা। ২০১৩ সালে শুরু হওয়া ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি (মধুমিতার চরিত্রের নাম) এবং অরণ্যকেই (যশের চরিত্রের নাম) যেন নতুন করে ফিরে পেয়েছেন তাঁরা। মধুমিতার সঙ্গে দ্বিতীয় বার কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে যশ স্বয়ং টেনে এনেছেন সেই প্রসঙ্গ। তিনি বললেন, “আমরা বহু দিন আগে একটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলাম পাখি এবং অরণ্য হিসেবে। পাঁচ বছর পর আমরা আবার একসঙ্গে ফিরলাম। দু’জনের মধ্যেই অনেক পরিবর্তন এসেছে। তবে কাজে তার ছাপ পড়েনি।”

মধুমিতা মনে করেন, অতীতে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার ফলে যশের সঙ্গে তাঁর সুন্দর বোঝাপড়া গড়ে উঠেছিল। সেই কারণেই পাঁচ বছর পরেও যশের সঙ্গে অভিনয় করতে কোনও অসুবিধা হয়নি তাঁর। মধুমিতার কথায়, “আমরা জানি আমাদের কী করতে হবে। এতদিন একসঙ্গে কাজ করতে করতে আমরা বুঝে গিয়েছি।” এর পরেই তিনি বললেন, “আমার মনে হয় আমাকে এবং যশকে পর্দায় একসঙ্গে দেখতেও ভাল লাগে।”

Advertisement

কিন্তু আবার একসঙ্গে ফিরে আসতে এতগুলো দিন লেগে গেল? প্রশ্ন শুনেই খানিক হেসে উঠলেন যশ। তার পরেই তাঁর উত্তর, “মানুষ আমাদের একসঙ্গে দেখতে চেয়েছিলেন জানি। অনেক বার কথা হয়েও শেষমেশ হয়ে ওঠেনি।” তার কারণও পরিষ্কার ভাবে জানিয়েছেন ‘অরণ্য’। “কখনও নায়ক রাজি হয়নি, কখনও আবার নায়িকা রাজি হয়নি। আবার এমনও হয়েছে যে প্রযোজক রাজি হননি”, দুষ্টুমি খেলে গেল যশের গলায়।

যশের দীর্ঘ ব্যাখ্যার পর মধুমিতার উত্তর, ‘সবুরে মেওয়া ফলে।’ অর্থাৎ পাঁচ বছরের এই অপেক্ষা যে বৃথা হবে না, সে কথাই যেন নিশ্চিত করলেন টলিউডের ‘চিনি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement