Bollywood

প্রথমেই তিক্ততা, এই ছবির পর কোনও দিন আমির খানের সঙ্গে কাজ করেননি যশ চোপড়া

সারা দিন পিয়ানো বাজিয়ে অবশেষে আমির নিজের কাজে সন্তুষ্ট হলেন সন্ধ্যায়। জানালেন, এত ক্ষণে নিজের পিয়ানোবাদন তাঁর পছন্দ হয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১৬:৫৪
Share:
০১ ১১

আমির খানের আর এক নাম ‘মিস্টার পারফেকশনিস্ট’। ছবিতে তাঁর উপস্থিতির অর্থ, বক্স অফিসে কার্যত নিশ্চিত সাফল্য। কিন্তু ইন্ডাস্ট্রির সফলতম প্রযোজক-পরিচালক তাঁর সঙ্গে একটিমাত্র ছবি করেছেন। তার পর আর কোনও দিন তাঁর ছবিতে আমিরকে নেওয়ার কথা ভাবেননি। তিনি যশ চোপড়া।

০২ ১১

বলিউডের বহু অভিনেতা তাঁর হাত ধরেই তারকা হয়েছেন। নিজের প্রোডাকশন হাউস খোলার পরে বাইরে আর বিশেষ কাজ করতেন না তিনি। তবে সুহৃদ ফিরোজ নাদিয়াদওয়ালার অনুরোধে তাঁর প্রযোজনায় ‘পরম্পরা’ ছবিটি পরিচালনা করেছিলেন যশ চোপড়া।

Advertisement
০৩ ১১

বহু তারকাখচিত সেই ছবিতে আমির ছাড়াও ছিলেন সুনীল দত্ত, বিনোদ খন্না এবং সইফ আলি খান। নায়িকাদের মধ্যে ছিলেন রামিয়া, অশ্বিনী ভাবে, রবিনা টন্ডন এবং নীলম। ছবির কাজ অনেক দিন ধরে চলছিল।

০৪ ১১

এই ছবির একটি গানের দৃশ্যে আমির খানের পিয়ানো বাজানোর দৃশ্য ছিল। পরিচালক যশ চোপড়া একটি দিন নির্ধারিত করেছিলেন। সে দিনই গানটির দৃশ্যায়ন সম্পূর্ণ হওয়ার কথা। কিন্তু সেটা হল না আমিরের জন্য।

০৫ ১১

ইউনিটের সদস্যরা পরে জানান, সে দিন আমির দিনভর তাঁর কাজ ‘নিখুঁত’ করা চেষ্টা করে গেলেন। তার পর ‘প্যাক আপ’-এর ঠিক আগে জানালেন তিনি শ্যুটিঙের জন্য প্রস্তুত। আসলে আমিরের বক্তব্য ছিল, পিয়ানোর উপর তাঁর আঙুল কী ভাবে চলাচল করবে, সেটা তিনি নিখুঁত করে তবেই শ্যুটিং করবেন।

০৬ ১১

সারা দিন পিয়ানো বাজিয়ে অবশেষে আমির নিজের কাজে সন্তুষ্ট হলেন সন্ধ্যায়। জানালেন, এত ক্ষণে নিজের পিয়ানোবাদন তাঁর পছন্দ হয়েছে। অন্য দিকে যশ চোপড়ার দাবি ছিল, গানের দৃশ্যে আমিরের আঙুলের উপর কারও নজর থাকবে না। কিন্তু আমির তাঁর কথা শুনতে নারাজ।

০৭ ১১

ওই গানের দৃশ্যে বাকি সব তারকার শ্যুটিং হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আমিরের অংশটুকু। কিন্তু সেটাই বিলম্বিত হয় তারকার নিজের জন্যই। আমিরের এই টালবাহানায় রেগে যান যশ চোপড়া। তিনি গানের দৃশ্যই পাল্টে দেন।

০৮ ১১

শেষে পিয়ানো বাজাতে বসেন সইফ আলি খান। পাশে দাঁড়ান আমির। তাঁকে ড্রামবাদকের ভূমিকায় দেখানো হয়। তার পর শেষ হয় শ্যুটিং। গানটি ছিল ‘আধি রাত মেঁ’।

০৯ ১১

এর পর যশ চোপড়া ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, আমিরের জন্য তাঁকে যথেষ্ট নাস্তানাবুদ হতে হয়েছে। তিনি আমিরের সঙ্গে আর ছবি করবেনও না বলে জানিয়েছিলেন।

১০ ১১

এই কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন যশ চোপড়া। পরে আমিরের সঙ্গে কোনও ছবিতে কাজ করেননি। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ‘পরম্পরা’। তারকা সমাবেশের পরেও বক্স অফিসে সফল হয়নি ছবিটি।

১১ ১১

পরে আমির অবশ্য যশরাজ ফিল্মস-এর ব্যানারে ‘ফনাহ’ ছবিতে অভিনয় করেছেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে আমিরের নায়িকা ছিলেন কাজল। তবে পরিচালক ছিলেন কুণাল কোহলী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement