নীলের ভোলবদল। —ফাইল চিত্র।
ঝাঁ চকচকে বসার ঘর। সেখানে বসে তিন-চার জন। মাঝে এক বয়স্ক ভদ্রলোক বসে হারমোনিয়াম নিয়ে গান ধরেছেন। আর সবাই তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর অনেকেই টলিপাড়ার এক নায়কের সঙ্গে মিল খোঁজার চেষ্টা করেছেন। সাদা দাড়ি-গোঁফের ফাঁকে ইনি টলিপাড়ার কোন নায়ক? বাংলা সিরিয়ালের এক নায়কের সঙ্গে তুলনাই চলে আসছে বার বার। ইনি কি সত্যিই নীল ভট্টাচার্য? না কি অন্য কেউ। দেখতে হুবহু তাঁর মতো। আসলে ভিডিয়োটি পোস্ট করেছেন নীল নিজেই। এমনিতে নায়ক সমাজমাধ্যমের পাতায় বেশ সক্রিয়। মাঝে মাঝেই নানা ধরনের রিল ভিডিয়ো পোস্ট করতে থাকেন তিনি। বর্তমানে ‘বাংলা মিডিয়াম' ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সেটেই এমন বৃদ্ধ সঙ্গীতজ্ঞ সেজে বসে পড়লেন অভিনেতা। এক দিকে যেমন সাদা পাঞ্জাবি পরে, কপালে তিলক কেটে বসেছেন অভিনেতা, গানটিও তেমনই ধরেছেন। কিশোর কুমার, সুনীল দত্ত অভিনীত বিখ্যাত সিনেমা ‘পড়োসন’-এর 'মেরি প্যারি বিন্দু' গানটি ধরলেন তিনি।
তবে প্রথম ঝলকে অনেকেই চিনতে পারেননি নীলকে। এসেছে একগুচ্ছ প্রশ্ন। কেউ কেউ আবার সন্দেহের বশবর্তী হয়ে প্রশ্ন করেছেন, “এ আবার কী! নিজের প্রোফাইলে অন্য কারও ভিডিয়ো পোস্ট করেছেন কেন?” কারও আবার প্রশ্ন, “এই ভিডিয়োর বয়স্ক মানুষটি কি আপনি?” আবার কিছু জনের মন্তব্য, “আচমকা আপনি এমন ভোলবদল করলেন কেন?” কাউকে কোনও উত্তর দেননি অভিনেতা।
এমনিতে নীল সব সময়ই ইনস্টাগ্রামে সক্রিয়। নিত্যনতুন ভিডিয়োর মাধ্যমে প্রতি দিন বাড়ে নায়কের অনুরাগীর সংখ্যা। এই ভিডিয়ো পোস্ট করার অন্যতম কারণও হয়তো সেটাই। যদিও সূত্র বলছে, চরিত্রের প্রয়োজনেই এমন ভোলবদল নীলের।