Mimi Chakraborty

অপেক্ষা আর কয়েক দিনের, অনির্বাণ ও মিমিকে নিয়ে আসছে ‘ড্রাকুলা স্যার’

প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হল মিমি চক্রবর্তীর একটি ভিডিয়োর মাধ্যমে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ২০:৫১
Share:

‘ড্রাকুলা স্যার’ আসছে আগামী ১১ ডিসেম্বর, ‘হইচই’-এ।

আর মাত্র কয়েকটা দিন। তার পরেই শহরে ড্রাকুলা! পরিচালনায় দেবালয় ভট্টাচার্য। ‘ড্রাকুলা স্যার’ আসছে আগামী ১১ ডিসেম্বর, ‘হইচই’-এ।

Advertisement

প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হল মিমি চক্রবর্তীর একটি ভিডিয়োর মাধ্যমে। মেকআপ রুমে বসে রয়েছেন অভিনেত্রী। মিমি থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন মঞ্জরী। কালো ব্লাউজ ও সাদা শাড়িতে অপরূপ লাগছে তাঁকে। তাঁর কথায়, ‘‘মঞ্জরী ও অমলের কেমিস্ট্রিটা একদম অন্য রকমের।’’ প্রাথমিক স্কুলের এক জন ছাপোষা শিক্ষক কী ভাবে ‘ড্রাকুলা স্যার’ হয়ে উঠছেন, কী ভাবে তিনি স্বাধীনতার জন্য লড়াই করছেন, মঞ্জরী ও অমলের গল্পের মোড় কোন দিকে যাচ্ছে— এ সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ১১ তারিখ। তত দিন, মঞ্জরীর এইটুকু সংলাপই যথেষ্ট, ‘‘ভালবাসে অনেকে, কিন্তু ভালবাসার মাশুল গোনে ক’জন।’’ অনির্বাণ ছাড়া এই ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, বিদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, স্যামিউল আলম, সুপ্রিয় দত্ত প্রমুখ।

আরও পড়ুন: ঘোড়ায় চড়ে পুলিশের নজরে মীর! জুটল নেতিবাচক মন্তব্য

Advertisement

অনির্বাণের বউয়ের মুখে এত অস্বস্তি কেন! অনির্বাণের বিয়ের ভিডিয়ো নিয়ে ব্যঙ্গ নেটাগরিকদের​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement