World Cup 2018

উত্তমকুমার মোহনবাগানের ফ্যান ছিলেন

দাদু কিন্তু ফুটবল ভালবাসতেন। তখন তো মোহনবাগান-ইস্টবেঙ্গলের রমরমা। দাদু মোহনবাগানের ফ্যান ছিলেন।

Advertisement

গৌরব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ১৭:০২
Share:

আজ থেকে রাশিয়ায় যুদ্ধ শুরু। আরে, আপনারা সিরিয়াসলি নেবেন না। ওয়ার্ল্ড কাপ ফুটবল শুরু হচ্ছে। কিন্তু এই একটা ব্যাপারে আমার কোনও ইন্টারেস্ট নেই।

Advertisement

সিরিয়াসলি, ছোট থেকেই ক্রিকেট বা ফুটবল কোনওটা নিয়েই নিজের কোনও আগ্রহ দেখি না। বরং বক্সিং দেখি মাঝেমধ্যে। আসলে বাবা ছিলেন আর্জেন্তিনার সাপোর্টার। ফলে বাবা রাতজেগে খেলা দেখতেন। তখন হয়তো কোনও সময় খেলা দেখেছি। বাড়ির সবাইও দেখত তখন।

আর এখন আমার ভাই-বোনেদের কারও খেলার প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই। তাও টি-টোয়েন্টি আসার পর থেকে বোনেরা একটু ফলো করে।

Advertisement

আরও পড়ুন, মেসি ফেভারিট, আর্জেন্তিনাকে সাপোর্ট করব

দাদু কিন্তু ফুটবল ভালবাসতেন। তখন তো মোহনবাগান-ইস্টবেঙ্গলের রমরমা। দাদু মোহনবাগানের ফ্যান ছিলেন। প্লেয়ারদের সঙ্গেও যোগাযোগ ছিল। খেলাও দেখতেন নিয়মিত। কিন্তু বাবার পর আমাদের এই জেনারেশনের খেলা নিয়ে আর কোনও ইন্টারেস্ট নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement