Mithun Chakraborty

Mithun: অনুপ সেনগুপ্তের আগামী ছবির ‘নায়ক’ মিঠুন চক্রবর্তী?

এক ফ্রেমে ‘মহাগুরু’ আর ছবির পরিচালক। ফের নতুন ছবিতে ক্যামেরার মুখোমুখি মিঠুন চক্রবর্তী-অনুপ সেনগুপ্ত?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ২০:২৯
Share:

অনুপ সেনগুপ্ত-মিঠুন চক্রবর্তী

ফের ছবি পরিচালনা করবেন অনুপ সেনগুপ্ত। তাঁর আগামী ছবিতে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকে। এমন গুঞ্জন টলিউডে। সৌজন্য পরিচালক স্বয়ং। তিনিই জানিয়েছেন, মিঠুন তাঁর তিনটি ছবির ‘নায়ক’ ছিলেন। ‘রাজাবাবু’, ‘মহাগুরু’, ‘চোরে চোরে মাসতুতো ভাই’। অভিনেতা এই মুহূর্তে ব্যস্ত অভিজিৎ সেনের আগামী ছবি ‘প্রজাপতি’র শ্যুটিংয়ে। তারই অবসরে তিনি দেখা করেন বর্ষীয়ান পরিচালকের সঙ্গে।

Advertisement

অনুপ আরও জানিয়েছেন, নতুন ছবি নিয়ে আলোচনা করতেই তিনি দেখা করেছেন তাঁর প্রিয় অভিনেতার সঙ্গে। সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন ফোন করেছিল তাঁকে। ফোনে অধরা তিনি। বদলে কথা বলেছেন তাঁর স্ত্রী এবং ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। তাঁর কথায়, ‘‘যতদূর শুনেছি, সবটাই এখনও ভাবনার স্তরে। সম্ভবত মৌখিক কিছু আলোচনা চলছে। পাকা কথা, আনুষ্ঠানিক ঘোষণা— কিছুই হয়নি। অনুপ সৌজন্য-সাক্ষাৎ সারতেই মিঠুনদার কাছে গিয়েছিলেন।’’

টলিউড কিন্তু অন্য কথা বলছে। সম্প্রতি প্রযোজনা সংস্থা খুলেছেন বনি সেনগুপ্ত-কৌশানী মুখোপাধ্যায়। সেই সংস্থার প্রথম ছবি হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি 'ডাল বাটি চুরমা চচ্চড়ি'।

Advertisement

ছবি শ্যুট পুরোদমে চলছে। পাশাপাশি বনিকে নায়ক করে ‘অহল্যা’ প্রযোজনা করতে চলেছেন মা পিয়া। বনির বিপরীতে প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার। এ বার কি আসরে নামছেন পরিচালক বাবা? কিছু দিন আগেই তিনি সৌজন্য-সাক্ষাৎ সেরেছিলেন প্রযোজক প্রদীপ কানোরিয়ার সঙ্গে। সেই অনুযায়ী, তাঁরই প্রযোজনায় আগামী ছবিতে ফের মিঠুনকে পরিচালনা করবেন অনুপ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement