মিথিলা ও সৃজিত
সৃজিত-মিথিলা... গত শুক্রবারই সাতপাকে বাঁধা পড়েছেন ওঁরা। আর পরের দিন, অর্থাৎ শনিবারেই মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুদূর সুইৎজারল্যান্ডে।
তবে উদ্দেশ্য শুধুই ‘হানিমুন’ নয়। ব্যক্তিগত দরকারের জন্যই মূলত সুইৎজারল্যান্ড ভ্রমণ।
জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস ঘেরা ওই দেশকেই বেছে নিয়েছেন তাঁরা। কাজটাও সারা হবে আবার একসঙ্গে কাটানোও যাবে বেশ কয়েকটা দিন।
Jaa Simran jaa, kar le apni PhD!
A post shared by Srijit Mukherji (@srijitmukherji) on
সোমবার সেখানে পৌঁছে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘যা সিমরন যা, কর লে আপনি পিএইচডি।’
এর পরেই নেটিজেনদের মধ্যে হাসির রোল। এসআরকে ফিভার থেকে তবে ছাড় পেলেন না পরিচালকও!
আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা, হুইলচেয়ারে বসা তাঁর ছবি ভাইরাল
ব্লকবাস্টার হিট ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-তে অমরেশ পুরির সেই বিখ্যাত সংলাপ একবিংশ শতকেও লোকের মুখে মুখে। দুলহানিয়া তো এসে গিয়েছিলেন শুক্রবারেই... এ বার ‘সিমরন’, থুড়ি মিথিলা গেলেন পিএইচডি করতে।
আরও পড়ুন: মা শ্বেতা তিওয়ারির অনস্ক্রিন চুমুর দৃশ্য দেখে কী প্রতিক্রিয়া হয়েছিল পলকের?