Anurager Chhowa Serial

‘গল্পের গরু গাছে’! অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্প নিয়ে সমালোচনা?

গত কয়েক মাসে একটাই ট্রেন্ড। মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে মেগা সিরিয়াল। কিন্তু ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ক্ষেত্রে উলট পুরাণ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৫:০১
Share:
Why people are not so happy watching Anurager Chhowa

কোন দিকে মোড় নেবে সূর্য-দীপার জীবন? ছবি: সংগৃহীত।

প্রায় সাড়ে তিন বছর ধরে সম্প্রচারিত হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার জীবনে অনেক পরিবর্তন এসেছে। তাদের যমজ সন্তান সোনা, রূপাও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। নতুন গল্পও তৈরি হয়েছে। নতুন পর্বে দেখা গিয়েছে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে, এক নতুন চরিত্রে। কাহিনিতে এসেছে নয়া মোড়।

Advertisement

দর্শকের একাংশের মতে এ বার শীঘ্রই শেষ করে দেওয়া উচিত এই মেগা। অথবা, নতুন ভাবে গল্পকে ভাবা উচিত। কিন্তু নির্মাতারা এই মুহূর্তে ধারাবাহিক শেষ করার কোনও পরিকল্পনা করছেন না। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে অনেকেই নাকি এই ধারাবাহিক শেষ করার দাবি তুলেছেন।

তবে অরিজিতাকে নতুন লুকে দেখে খুশি তাঁর অনুরাগীরা। বড় লাল টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, গলায় সোনার হার— এমন লুকে তাঁকে আগে কখনও দেখেননি দর্শক। ভয় ধরানো শাশুড়ি আবার পেশাগত জীবনে দুঁদে উকিল। গল্পের মোড় ঘুরেছে প্রতিশোধের দিকে। সূর্য-দীপার পরিবারের উপর বহু দিনের আক্রোশ কুন্তলা কুমারের।

Advertisement

অরিজিতার চরিত্র প্রকাশ্যে আসার পর দর্শক মনে প্রশ্ন তা হলে কি এ বার অন্য স্বাদ পাওয়া যাবে ধারাবাহিকে! সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যাবে অনেকের মনেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। কেউ লিখেছেন, “গল্পের কোনও মাথামুণ্ড নেই। এই ধারাবাহিক এ বার শেষ করে দেওয়া দরকার।” আবার কেউ লিখেছেন, “সূর্য আর তার দুই মেয়েকে তো দেখে প্রায় একই বয়সি মনে হয়। কেন এমন গল্প তৈরি করছেন আপনারা।” যদিও টিআরপি তালিকায় চোখ রাখলে দেখা যাবে এখনও দর্শকের একাংশ এই কাহিনিতে মজে। এই নতুন গল্পে সোনা, রুপোর জীবন কোন দিকে মোড় সেই তা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement