মাতৃভাষা মরাঠি হওয়া সত্বেও ৩৬টি ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। এই তথ্য সকলের জানা। কিন্তু তিনি যে অল্প সময়ে গুজরাতি শিখে সেই ভাষায় চিঠি লিখেছিলেন, সে খবর হয়তো অনেকেই রাখেন না।
২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনকে গুজরাতি ভাষায় চিঠি লেখেন লতা। নরেন্দ্র মোদী দ্বিতীয় বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আনন্দে তাঁর মা হীরাবেনকে অভিনন্দন জানাতে নিজেই কলম ধরেন কিংবদন্তি শিল্পী। লেখেন, “আপনার ছেলে আর আমার ভাইকে অভিনন্দন, দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার তুলে নেওয়ায়। আমি এই প্রথম গুজরাতি ভাষায় লিখছি। ভুল হলে ক্ষমা করবেন।” চিঠিতে লতা মোদীকে ‘ভাই’ আর নিজেকে হীরাবেনের ‘মেয়ে’ হিসেবে চিহ্নিত করেছিলেন।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের দেশে এমন এক শূন্যতা রেখে দিয়ে চলে গেলেন, যা কখনও পূরণ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতি জগতের একজন অকুতোভয় মানুষ হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।’