Devlina Kumar

‘নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চাই’! তার জন্য কী করছেন দেবলীনা কুমার?

নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চান তিনি! এমন বিস্ফোরক কথাই তিনি বুধবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৩:২৬
Share:

দেবলীনা কুমার।

দেবলীনা কুমার আর তাঁর শরীরচর্চা যেন পাশাপাশি চলে। নেটমাধ্যম সাক্ষী, নিয়মিত জিমে না গেলে প্রায় খাওয়া-ঘুম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়। গত বছর লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী। এবং তাতে তিনি দ্রুত ছিপছিপে হয়েছিলেন, সে কথাও জানাতে ভোলেননি।

Advertisement

শরীরচর্চা নিয়ে কেন এত মাথাব্যথা দেবলীনার? অভিনেত্রীর দাবি, ওজন তাঁর কাছে নিছকই সংখ্যা বা সাইজ নয়। আসলে, নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চান তিনি! তাই সঠিক ওজন ধরে রাখতে এত শরীরচর্চা করেন। এমন বিস্ফোরক কথাই তিনি বুধবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন।

রোগা থাকার আরও একটি কারণ কিছু দিন আগেই নেটমাধ্যমে জানিয়েছিলেন তিনি। ছোট থেকেই তাঁর ভারী চেহারা। ছবির দুনিয়ায় আসার আগে নিজেকে ঝরাতে প্রথম শরীরচর্চা শুরু করেন। বাড়তি মেদ ঝরতেই দেবলীনা মুগ্ধ নিজের রূপে। সেই থেকে তিনি শরীরচর্চা চলছে।একই সঙ্গে ভয়ও কাজ করেন, আবার যদি মোটা হয়ে যান!

দেবলীনার ইনস্টাগ্রাম স্টোরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement