Kangana Ranaut

কেন হৃতিকের কাছে ক্ষমা না চাইলে আত্মহত্যা করতে হবে? অবাক প্রশ্ন কঙ্গনার

সুশান্তের পরিণতির জন্য বলিউডের কিছু মানুষের নীচতাকে দায়ী করেছেন কঙ্গনা রানাওয়াত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০২০ ১৬:৩১
Share:

হৃতিক রোশন, কঙ্গনা কঙ্গনা রানাওয়াত ও জাভেদ আখতার।

‘তখন রোশন পরিবারের সঙ্গে আমার তুমুল চলছে। হৃতিকের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে। তাই নিয়ে কাদা ছোড়াছুড়ি, অন্তহীন নোংরামি। আমি মানসিক ভাবে বিপর্যস্ত। এই অবস্থায় এক দিন জাভেদ আখতার সাহেব ডেকে পাঠালেন। তার পরেই কড়া ভাষায় হুমকি, ‘রোশনদের ক্ষমতার খবর তুমি বোধহয় রাখো না। এখনই ক্ষমা চাও। নইলে তোমায় ওঁরা জেলে পাঠাবেন। সম্মান বাঁচাতে আত্মহত্যা ছাড়া গতি থাকবে না তোমার...’’, সুশান্ত সিংহ রাজপুতের অপমৃত্যু, স্বজনপোষণ নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যেই হৃতিকের সঙ্গে তাঁর সম্পর্ককে সামনে এনে আরও এক বার বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত।

Advertisement

কিছু দিন আগেই তিনি এক ভিডিয়োবার্তায় বলেছিলেন, খারাপ সময়ে তথাকথিত কিছু শুভাকাঙ্ক্ষী গায়ে পড়ে তাঁকে আত্মহত্যার কথা বলে উসকাতেন। সেই বক্তব্যকে মান্যতা দিতেই অবশেষে জাভেদ আখতারের এমন ভয়ঙ্কর মন্তব্যের কথা সোশ্যালে জানালেন ‘থালাইভি’ অভিনেত্রী।

সে দিনের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে কঙ্গনা বলেন, তিনি চুপ করে বসে সে দিন শুনেছিলেন জাভেদের হুমকি। আর ভয়ে ঠকঠকিয়ে কেঁপেছিলেন। জাভেদ তখন স্থান-কাল ভুলে চিৎকার করছেন রীতিমতো।

Advertisement

আরও পড়ুন: দু’জনেই মেধাবী, রিল লাইফে ফ্লপ হলেও কি তাই রিয়েল লাইফে জমে গিয়েছিল সুশান্ত-কৃতী জুটি?

সুশান্তের পরিণতির জন্য বলিউডের এই ধরনের জঘন্য নীচতাকে দায়ী করে ‘কুইন’-এর জ্বলন্ত প্রশ্ন, ‘‘কেন হৃতিকের কাছে ক্ষমা না চাইলে আত্মহত্যা করতে হবে?’’ তাঁর আরও সংযোজন, ‘‘রোশন পরিবার কি বলিউডের অধীশ্বর? তারা চাইলে যে কাউকে উঁচুতে তুলতে পারে? না চাইলে ছুড়ে ফেলতেও সক্ষম?’’

ক্ষিপ্ত কঙ্গনা এর পরেই তোপ দাগেন আদিত্য চোপড়ার বিরুদ্ধে। তাঁর দাবি, একা সুশান্ত নন, তিনি নিজেও যশ রাজ ফিল্মসের ক্রোধের কারণ হয়েছিলেন। ‘সুলতান’ ছবিতে তাঁকে অভিনয়ের অফার দিয়েছিলেন আদি। চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি ‘না’ বলতেই নাকি হুমকি এসেছিল প্রযোজনা সংস্থার থেকেও। বলা হয়েছিল, এর খেসারত দিতে হবে অভিনেত্রীকে। ভবিষ্যতে আর বলিউডে করে খেতে হবে না।

আরও পড়ুন: ‘প্রথম হিরোর সঙ্গে ডেট করো না’, করিনার মন্তব্য ফের উসকে দিল স্বজনপোষণ বিদ্বেষ

গত ১৪ জুন, রবিবার সুশান্ত সিংহ রাজপুতের অপমৃত্যুর পরেই একে একে মুখ খুলতে শুরু করেন বলিউডের তারকারা। যাঁদের মধ্যে রয়েছেন বি টাউনের ‘লৌহমানবী’ও। ‘কেদারনাথ’-এর হয়ে বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দিতে তাই তাঁর জিজ্ঞাসা, বলিউডের স্তম্ভের তকমা পাওয়া এই প্রযোজনা সংস্থাগুলো আর কত দিন এ ভাবে গুন্ডামি চালাবে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement