জয়া শীল ঘোষ।
ন্যাশনাল স্কুল অব ড্রামার গ্র্যাজুয়েট। ভারতীয় নৃত্যশৈলীর বিভিন্ন ধারায় পারদর্শী। সিভিতে বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, ইংরেজি, তেলুগু, ওড়িয়া-সহ বেশ কিছু ভাষার ফিল্ম। রয়েছে টেলিভিশনে অভিনয়ের অভিজ্ঞতাও।
তিনি জয়া শীল ঘোষ। তবুও পর্দায় তাঁকে খুব কম দেখা যায়। কেন?
আসন্ন ছবি ‘আলিফা’র পোস্টার লঞ্চে সপাট জবাব দিলেন অভিনেত্রী। পরিচালক-প্রযোজকদের প্রতি অভিযোগের কথাও সোজাসুজি জানালেন।
আরও পড়ুন, ‘আলিফা’কে চেনেন? আসুন আলাপ করে নিন…
জয়ার কথায়, ‘‘আমি জানি না কেন…। হয়তো আলিফা রিলিজ করার পর আবার পরিচালকরা ভাববেন, ও হ্যাঁ। এ তো আছে! তখন হয়তো ভাববেন আমার কথা।’’
অভিযোগ কি টলিউডের প্রতি? প্রশ্ন কেড়ে নিয়ে জয়া বললেন, ‘‘শুধু টলিউড নয়, আমি সব ভাষার ছবি করতে চাই। তবে মুম্বই যাওয়া আমার পক্ষে একটু সমস্যার। দুই ছেলেকে বড় করতে হবে তো…।’’
এই মুহূর্তে জয়ার সবটা জুড়ে রয়েছে ‘আলিফা’। পরিচালক দীপ চৌধুরীর এটা ডেবিউ ফিল্ম। আর জয়াও দীর্ঘদিন পরে ফিরছেন বড়পর্দায়। ‘‘এই কনসেপ্টটা একদম নতুন। ছবিতে আমার চরিত্রের নাম ফতিমা। সেই ফতিমা হয়ে ওঠার পর খুব ভাল লেগেছিল। ভাষার জন্য সোহাগ সেনের কাছে সাহায্য নিয়েছিলাম। আমার মনে হয় অনেকেই গল্পটার সঙ্গে রিলেট করতে পারবেন।’’
সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘আলিফা’। তার আগেই বেস্ট ডেবিউ ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে। সদ্য সমাপ্ত ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রিমিয়ার হয়েছে ছবিটির।