অমিতাভ
যদিও তিনি এখনও জনপ্রিয়তার তুঙ্গে এবং সোশ্যাল মিডিয়াতেও তাঁর অ্যাক্টিভিটি দেখার মতো, তবুও অন্য তারকাদের মতো তাঁর ইনস্টা-পোস্ট ২০-৩০ লক্ষ লাইক পায় না। কেন, তারও ব্যাখ্যা দিলেন অমিতাভ বচ্চন। অভিনেতার কথায়, কোনও কোনও সময়ে তাঁর বলার মতো কিছুই থাকে না। নিজের ছবির কোলাজ পোস্ট করে তার ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘‘কখনও কখনও এটা মেনে নেওয়াই ভাল যে, ইনস্টায় বলার মতো কিছু নেই। আর জনপ্রিয় তারকাদের মতো আমার পোস্টে ২০-৩০ লক্ষ লাইকও পড়বে না। বড়জোর ১-২ লক্ষ লাইক পেতে পারি। তা-ই বা কম কী? এতেই আমি বেশ কৃতজ্ঞ।’’
কোভিড-১৯ পজ়িটিভ ধরা পড়ার পরে হাসপাতালে থাকাকালীনও বন্ধ ছিল না অমিতাভের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। এমনকি, নেটিজ়েনদের সঙ্গে বিবাদেও জড়িয়েছেন তিনি। মাঝে মাঝেই রাত জেগে তাঁকে ব্লগ লিখতে বা টুইট করতে দেখা যায়। তার সবটাই যে তিনি ‘লাইক’ পাওয়ার জন্য করেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন অমিতাভ। আসলে জনমানসে যিনি সব লাইকের ঊর্ধ্বে, সংখ্যা কি তাঁকে ধরতে পারে?