জন্ম দুবাইয়ে। পেশায় বিজ্ঞাপনী ছবির পরিচালক, প্রযোজক এবং সম্পাদক। পরবর্তী কালে মুম্বইয়ে থাকতে শুরু করেন পুনম পাণ্ডের স্বামী স্যাম বম্বে। মুম্বইয়ে নিজের একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। নাম দিয়েছেন ‘বম্বে ম্যাটিনি ফিল্মস’।
পুনমের আগে তাঁর আরও একটি বিয়ে ছিল। প্রাক্তন স্ত্রী মডেল এলি আহমেদের সঙ্গে আরও দুই সন্তান রয়েছে। ছেলে ট্রয় বম্বে এবং মেয়ে টিয়া বম্বে।
তার পর ২০২০ সালের জুলাই মাসে মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের সঙ্গে বাগদান সারেন স্যাম। সে বছরই সেপ্টেম্বর মাসে তাঁদের চার হাত এক হয়।
সেপ্টেম্বর মাসেই গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন।
দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন পুনম। সে বারও তাঁকে গ্রেফতার করা হয়।
তবে স্যাম জামিন পাওয়ার পরেই ভোল বদলে যায় পুনমের। স্যামের সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে উঠে পড়ে লাগেন তিনি। তার আগে পুনমই বলেছিলেন, ‘‘যে মানুষ তোমাকে পশুর মতো মারধর করে, তার কাছে ফিরে যাওয়া উচিত নয়।’’
সে বছরই নভেম্বর মাসে ফের বিতর্কে জড়ান পুনম এবং স্যাম। গোয়া পুলিশের হাতে গ্রেফতার হন তারকা দম্পতি। অভিযোগ ছিল, দক্ষিণ গোয়ার ক্যানাকোনায় চাপোলি বাঁধের উপরে তাঁরা অশ্লীল ভিডিয়ো শ্যুট করছিলেন।
আবারও হাজতবাস হল স্যামের। মঙ্গলবার গ্রেফতার হলেন স্যাম বম্বে। স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই হাসপাতালে ভর্তি হন পুনম। তাঁর মাথায়, চোখে এবং মুখে চোট লেগেছে বলে জানা গিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্যামের মোট সম্পত্তির পরিমাণ ৭৬ কোটি টাকা। শুধু তাই নয়, পুনম এবং স্যাম মোট প্রায় ১২৭ কোটি টাকার মালিক।