virat kohli

প্রমোদতরীতে বিরাট-অনুষ্কা, হঠাৎ কোথায় ছুটি কাটাতে গেলেন তাঁরা?

সদ্য মা-বাবা হওয়া বিরাট-অনুষ্কা এখন ব্যস্ত নতুন প্রাণের দেখাশোনায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৩
Share:

বিরাট-অনুষ্কা।

তাঁদের ইনস্টাগ্রাম ‘ট্রাভেল ডায়েরিজ’। ‘উইশ লিস্ট’-এ নানা শহর, দেশ, মহাদেশ। ব্যস্ত রুটিন ফাঁকি দিয়ে মাঝেমধ্যেই হারিয়ে যান দূর দেশে। বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। ব্যাট, বল, গ্লাভস আর ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নিয়ে সংসারে অবসর খুঁজে নিতে ভালবাসা ‘বিরুষ্কা’র তালিকায় ঘোরা ফেরা এখন ব্রাত্য।

তবে নেটমাধ্যম ঘেটে খুঁজে পাওয়া গেল তাঁদের ‘থ্রো ব্যাক’ ভিডিয়ো। নীল সমুদ্রের মাঝে প্রমোদতরীতে হাসিমুখে বিরাট-অনুষ্কা। তাঁদের সঙ্গেই রয়েছেন বিরাটের দুই সতীর্থ লোকেশ রাহুল এবং রবিচন্দ্রন অশ্বিন। আন্তিগুয়ার নীল সমুদ্রে ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তাঁরা। বিরাটের পরনে নীল রঙের উপর সাদা স্ট্রাইপ করা শার্ট, অনুষ্কা খোলা চুল এবং হাল্কা গোলাপি পোশাকে সহজ সুন্দরী।

সদ্য মা-বাবা হওয়া বিরাট-অনুষ্কা এখন ব্যস্ত নতুন প্রাণের দেখাশোনায়। ছোট্ট ভামিকাকে নিয়েই দিন কেটে যাচ্ছে তারকা দম্পতির। ডিজাইনার ব্যাগ, দামি পোশাক বা গয়না ছেড়ে মা অনুষ্কার প্রিয় সাজার জিনিস এখন মেয়ের ‘বার্প ক্লথ’। অন্য দিকে, ক্যাপ্টেন কোহালিও এখন বুঁদ ছোট্ট প্রাণকে নিয়ে। তাই আপাতত বেশ কিছু সময় তাঁদের অনুরাগীদের অতীতের সমস্ত ছবি দেখেই ‘ট্রাভেল গোলস’ পেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement