Urfi Javed

মুখে কি বোলতার হুল? শিউরে ওঠা ছবি পোস্ট করলেন উরফি

যেন ২০টি বোলতা একসঙ্গে হুল ফুটিয়েছে মুখে! এ কী হাল উরফির? মডেল-তারকার পোস্ট করা ছবি ঘিরে শোরগোল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ২১:৫৫
Share:

সৌন্দর্য বাড়াতে গিয়েই কি বার বার অ্যালার্জি হচ্ছে উরফির? ছবি- সংগৃহীত

বার বার চর্মরোগের শিকার হচ্ছেন উরফি জাভেদ। চর্মরোগ, না কি অন্য কিছু থেকে অ্যালার্জি? তা অবশ্য ভেঙে বলছেন না। সোমবার ছবি পোস্ট করে ফের চমকে দিলেন মডেল-তারকা। কী করে হল?

Advertisement

ছবিতে দেখা যায়, উরফির চোখের নীচে কালচে ছোপ, মুখ ফুলে ঢোল! যেন ২০টি বোলতা একসঙ্গে হুল ফুটিয়েছে মুখে। ফুলে গিয়েছে ঠোঁটও। পরনে হুডি, মুখের মাস্ক নামিয়ে ছবি তুলে পোস্ট করেছেন উরফি। যদিও আলগা হাসি ধরে রেখেছেন মুখে, যন্ত্রণার ছাপ স্পষ্ট।

ছবির ক্যাপশনে লেখা, ‘‘কী করে হল এ সব, জানি না। অ্যালার্জি বেরোলে আমাকে কি চেনা যায়?’’

Advertisement

উরফির ছবি দেখে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অনেকেই। আবার বিদ্রুপের তিরও এসে পড়ল।

কিছু দিন আগেই সারা গায়ে এবং মুখে অ্যালার্জি বেরিয়েছিল উরফির। সেই ছবিও ভাগ করে নিয়েছিলেন তিনি। যদিও রসিকতা করে বলেছিলেন, ‘‘পোশাক পরলেই আমার গায়ে অ্যালার্জি বেরোয়। তাই তো না পরার পক্ষপাতী।’’

সে কথা এই ছবির ক্ষেত্রেও মনে করিয়ে দিলেন এক দল। মন্তব্য ভেসে এল, ‘‘কোনও ভাবে কি বেশি জামাকাপড় চাপিয়ে নিয়েছিলেন?’’

তবে অনেকেই বলাবলি করছেন, উরফি নাকি সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করছেন। তাঁর সাম্প্রতিক কয়েকটি ছবি দেখে জল্পনা, চোখের নীচের অংশ এবং ঠোঁট ভরাট করতে ফিলার ইনজেকশন নিয়েছেন উরফি। এ সবের পার্শ্বপ্রতিক্রিয়াতেই নাকি বার বার অ্যালার্জি হচ্ছে তাঁর! যদিও এ বিষয়ে কিছুই জানাননি উরফি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement