Anil Kapoor

Anil Kapoor: সোনম অন্তঃসত্ত্বা, প্রথম সে কথা শুনে কী করেছিলেন হবু দাদু অনিল?

পরিবারে খুশির হাওয়া। মা হতে চলেছেন মেয়ে সোনম কপূর। এই খবর প্রথম শুনে কী করেছিলেন অনিল কপূর?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৬:৩৪
Share:

হবু দাদু অনিল কপূর

বয়স ৬০ পেরিয়েছে বহু দিন হল। দেখে বোঝার জো নেই! এক দিকে মেয়ে-জামাই নিয়ে তাঁর জমজমাট পরিবার। অন্য দিকে মুক্তি পাচ্ছে একের পর এক ছবি। অনিল কপূরের জীবন এখন পরিপূর্ণ। এ বার তাতেই নতুন সংযোজন। দাদু হতে চলেছেন ‘মিস্টার ইন্ডিয়া’। বড় মেয়ে সোনম কপূর অন্তঃসত্ত্বা। প্রথম যখন সুখবরটা এল, ঠিক কী করেছিলেন অভিনেতা?

Advertisement

মুম্বই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমি খুব একটা আবেগপ্রবণ নই কোনও দিনই। কিন্তু সোনমের কাছ থেকে এই খবর পেয়ে সেই আমিই আবেগে ভেসেছি! গলা ধরে এসেছিল।”

আপাতত কপূর পরিবার ব্যস্ত সোনমের সাধের অনুষ্ঠান নিয়ে। বান্দ্রায় নায়িকার মাসির বাড়িতে মহা জাঁকজমক করে সেই আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সবার বাড়িতে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। হবু দাদুর নিশ্বাস ফেলার সময় নেই। একে বাড়িতে এমন একটা অনুষ্ঠান, তাতে এক গুচ্ছ কাজ হাতে। সদ্য মুক্তি পেয়েছে ‘যুগ যুগ জিয়ো’। বহু দিন পর নীতু কপূর এবং তাঁকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা। এ ছাড়া কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ‘নো এন্ট্রি ২’। হবু দাদুর এখন দম ফেলার ফুরসত কই!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement