Sushanat Singh Rajput

শাস্তি হোক অপরাধীর, সুশান্ত-কাণ্ডে দাবি শ্রীলেখা, ঊষসী, নীল, অতনুর

কী বলছেন ‘কাদম্বিনী’ ঊষসী রায়? ‘‘সুশান্তের মৃত্যু কোটি মানুষের ঘুম কেড়ে নিয়েছে। এ বার তাঁদের চোখে ঘুম নামুক। সত্যি সামনে আসুক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ২১:১২
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

দু’মাস কেটে গেল। অথচ সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ায় খুশি টলিউডও।

Advertisement

কী বলছেন ‘কাদম্বিনী’ ঊষসী রায়? ‘‘সুশান্তের মৃত্যু কোটি মানুষের ঘুম কেড়ে নিয়েছে। এ বার তাঁদের চোখে ঘুম নামুক। সত্যি সামনে আসুক। বিচারের উপর সবার ভরসা থাকুক’’, এটাই আন্তরিক ভাবে চাইছেন অভিনেত্রী। সেই সঙ্গে ভরসা রাখছেন সিবিআইয়ের উপর। নইলে সুবিচার মিলবে কেমন করে? যুক্তি তাঁর।

আবার শ্রীলেখা মিত্র বলছেন, ‘‘চাপে পড়ে মামলা হস্তান্তর হয়েছে সিবিআইয়ের হাতে। তাতে আনন্দিত বা ভাল লাগছে, এমন মত প্রকাশের কোনও জায়গা নেই। শুধু আশা রাখছি, এ বার হয়তো সত্যি সামনে আসবে।’’

Advertisement

আরও পড়ুন: সত্যের জয় হোক, সুশান্ত-কাণ্ডে সিবিআই তদন্তে প্রতিক্রিয়া বলিউডের

মামলার তদন্তের হস্তান্তরে খুশির সুর ‘কৃষ্ণকলি’র ‘নিখিল’ নীল ভট্টাচার্যের গলায়, ‘‘সুশান্ত আমার আইডিয়াল। আর পাঁচ জনের মতো। সুশান্ত অসাধারণ হয়েও সবার মনে এমন ভাবে মিশে গিয়েছিলেন যে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানার অধিকার সবারই আছে। সেই জায়গা থেকেই এই মামলা হস্তান্তর। এটার দরকার ছিল।’’ সুশান্তের পরিবারের মতো তিনিও সিবিআইয়ে আস্থা রাখছেন। প্রকৃত সত্য সামনে এলে সবচেয়ে খুশি হবেন, শান্তি পাবেন সুশান্তের পরিবার। সেটাই যেন তাঁরা পান, আন্তরিক কামনা অভিনেতার।

আরও পড়ুন: সুশান্তের ঝুলন্ত দেহ নামিয়েছিলেন সিদ্ধার্থ? পরিচারকের দাবিতে নয়া মোড়

জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অতনু ঘোষের একটাই চাওয়া, ‘‘প্রকৃত সত্য বেরিয়ে আসুক এ বার। গত দু’মাস ধরে একটা আলেয়ার পিছনে যেন ছুটছে সবাই। এ বার তাতে আলো পড়া উচিত।’’ একই সঙ্গে তাঁর দাবি, সবাই ঘটনার শেষ জানতে চাইছেন। তার জন্য প্রশাসনের কোনও একটি বিভাগের উপর বিশ্বাস বা ভরসা করতেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement