Alia Bhatt

Kareena-Alia: অন্তঃসত্ত্বা আলিয়ার অনুপ্রেরণা কি করিনা কপূর খান?

চর্চায় আলিয়া ভট্ট। করিনা কপূরের পথেই কি আলিয়া? প্রশ্ন একটাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৬:৪৯
Share:

করিনার পথেই আলিয়া!

করিনা কপূর খান, নেহা ধুপিয়া, অনুষ্কা শর্মার পর এ বার আলিয়া ভট্ট। অন্তঃসত্ত্বা অবস্থায় করিনা থেকে অনুষ্কা চুটিয়ে কাজ করেছেন তাঁরা। তা সে শ্যুটিং ফ্লোর হোক কিংবা ব়্যাম্পের মঞ্চ। দাপিয়ে বেড়িয়েছেন নায়িকারা। আপাতত সেই একই পর্ব পার হচ্ছেন আলিয়াও। প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যেই বিদেশে প্রথম হলিউড ছবির শ্যুটিং সেরে ফিরেছেন। তার পরই তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিনেত্রী। কখনও দিল্লি, তো কখনও অন্য শহর। মা হচ্ছেন তো কী! বিন্দুমাত্র বিশ্রামের প্রয়োজন বোধ করছেন না তিনি।

Advertisement

এক দিকে ব্যক্তিগত জীবনে এত পরিবর্তন, সঙ্গে কাজের চাপ। আলিয়া এক কথায় মধ্যগগনে। এ প্রসঙ্গে বলিউড সংবাদমাধ্যমের তরফে করিনা কপূরকে প্রশ্ন করা হলে, অভিনেত্রী বলেন, “'লাল সিংহ চাড্ডা'র শ্যুটিং চলাকালীন আমিও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আলিয়াও তাই করছে। আসলে এই সব কিছুই নির্ভর করে ব্যক্তি নির্বিশেষে। প্রথাগত ধারণা ভেঙে নতুন চ্যালেঞ্জ নেওয়াই তো উচিত।”

২০২২-এর প্রথম থেকেই চর্চায় আলিয়া ভট্ট। তা সে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-তে নায়িকার অসাধারণ অভিনয় হোক, কিংবা রণবীর কপূরের সঙ্গে বিয়ে। একের পর এক চমক পেয়েই চলেছেন নায়িকার অনুরাগীরা। এখন আপাতত কপূর পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement