Ananya Panday

Ananya-Vijay: ‘বিজয় খুব হট’, নায়কের প্রশংসায় পঞ্চমুখ অনন্যা

২৫ অগস্ট মুক্তি পাচ্ছে ‘লিগার’। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধে উচ্ছ্বসিত অনন্যা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১০:৩৩
Share:

বিজয়ের প্রশংসায় অনন্যা পাণ্ডে

দক্ষিণ থেকে পশ্চিম— তাঁর নাম এখন সর্বত্র। সারা আলি খান থেকে অনন্যা পাণ্ডে প্রত্যেকের পছন্দের তালিকায় একটাই নাম।

Advertisement

বিজয় দেবেরাকোন্ডা।কর্ণ জোহর প্রযোজিত ‘লিগার’ দিয়ে বলিউডে অভিষেক ঘটতে চলেছে নায়কের। যে ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অনন্যা পাণ্ডে। বিজয়ের সঙ্গে জুটি বেঁধে উচ্ছ্বসিত নায়িকা।

কিছু দিন আগে বিজয়ের অর্ধনগ্ন পোস্টার প্রকাশ্যে আসতে রীতিমতো হইচই পড়ে যায় দর্শকমহলে।

Advertisement

সেই প্রসঙ্গ উঠতে নিজেকে যেন ধরে রাখতে পারলেন না নায়িকা। মুম্বইয়ের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, “বিজয়কে দেখে আমি বিস্মিত। ওকে দেখতে খুব ভাল লাগছে। এক কথায় ‘হট’। কিন্তু খুব ফিল্মি।”

‘লিগার’ ছবির প্রচার ঝলকে ধারাভাষ্য শোনা গিয়েছিল, ‘‘এক রাস্তার ছেলে রাজা হয়ে আসছে। মুম্বইয়ের বস্তির বাসিন্দা সে। ভবিষ্যতের বক্সিং চ্যাম্পিয়ন।’’

সেই মূল চরিত্রেই দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয়কে। ছবির চিত্রনাট্যকার পুরী জগন্নাথ। ব্যতিক্রমী অ্যাকশন-ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৫ অগস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement