সৌরসেনী মৈত্র।
চারপাশের পরিস্থিতি জটিল। বেড়ে গেল লকডাউনের মেয়াদও। ঘরবন্দি সেলেবদের হাতে এখন অনেকটাই সময়। কেউ বাসন মাজছেন, কেউ বানাচ্ছেন নতুন রেসিপি, আবার কেউ বা মুখ গুঁজেছেন বইয়ের পাতায়।
অভিনেত্রী সৌরসেনী মৈত্র কী করছেন ইদানীং? ফোনের ও পার থেকে আনন্দবাজার ডিজিটালকে অভিনেত্রী বললেন, “সকাল থেকেই ঘরের কাজ করতে হচ্ছে। এত কাজ! বাসন মাজা থেকে ঘর মোছা কিছুই বাদ নেই। বাড়ি আছি মানেই যে বসে আছি এমনটা মোটেই নয়।”
রান্না করা ব্যাপারটাও যে এতটা আকর্ষণীয় হতে পারে, এই লকডাউনেই প্রথম বুঝেছেন সৌরসেনী। কোনও দিনই সে দিকে বিশেষ ঝোঁক ছিল না তাঁর। তবে এই হঠাৎ অবসরে মায়ের কাছ থেকে নিয়ম করে রান্না শিখছেন তিনি। সব্জি কেটে দিচ্ছেন মা’কে। ফাঁক পেলেই বানিয়ে নিচ্ছেন নিজের পছন্দমতো ডেসার্ট। এই যেমন কয়েক দিন আগে বানিয়েছিলেন ‘মাগ ব্রাউনি’।
আরও পড়ুন- শুধু লকডাউনেই নয়, ‘চা কাকু’র সারাজীবনের দায়িত্ব নিলেন মিমি চক্রবর্তী
‘মাগ ব্রাউনি’। নিজস্ব চিত্র
‘ডালগোনা কফি’ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কিছুটা হুজুগেই সেটাও ট্রাই করেছিলেন সৌরসেনী। কিন্তু চরম হতাশ হয়েছেন অভিনেত্রী। বললেন, “এর থেকে আমার রেগুলার কফি অনেক বেটার। ডালগোনা কফি ওয়াজ আ ডিজাস্টার।” ছবি তুলেছেন ডালগোনার? “এত খারাপ লেগেছে যে ছবি তুলতে ইচ্ছেই করেনি”, হাসতে হাসতে বলছিলেন সৌরসেনী। ইচ্ছে রয়েছে ‘চকোলাভা কেক’ বানানোর। চিরকালই প্রথাগত রান্নার থেকে ‘ডেসার্ট’ তাঁকে অনেক বেশি টানে।
তবে সন্ধেবেলাটা তাঁর একান্ত নিজের। কখনও বইয়ের মাতায় মন দিয়েছেন আবার কখনও বা কফি মাগ হাতে চোখ আটকেছে ল্যাপটপের স্ক্রিনে। ওয়েবসিরিজের পোকা তিনি। ইতিমধ্যেই দেখে ফেলেছেন, ‘মানি হাইস্ট’, ‘হান্টারস’, ‘ফ্রয়েড’, ‘দিস ইজ আস’, ‘শি’, ‘দ্য গুড প্লেস’ সমেত একগুচ্ছ ওয়েবসিরিজ। সিনেমাও রয়েছে সঙ্গে।
আরও পড়ুন- করোনা আতঙ্কের মাঝেই বয়ফ্রেন্ডের সঙ্গে সুইৎজারল্যান্ডে মোনালি কী করছেন?
অলস মেজাজে সৌরসেনী। নিজস্ব চিত্র।
ইদানিং এক নতুন শখ হয়েছে তাঁর। মায়ের সঙ্গে বসে প্রায় প্রতি দিনই পুরনো সিনেমা দেখছেন। ‘সাত্তে পে সাত্তা’, ‘হাম কিসি সে কম নহি’... আরও কত কী।
চিন্তা হচ্ছে সৌরসেনীর, তবে আশাবাদী তিনি। ‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ’ সারবে কবে? দিন গুণছেন অভিনেত্রী।