ena saha

লকডাউনে কত জন মানুষ ভাবছেন কুকুরদের কথা? প্রশ্ন তুললেন এনা সাহা

“আমার ভাইবোনেরা যে ভাবে আমায় সারাক্ষণ ঘিরে থাকে, আমার বয়ফ্রেন্ড আর হবে না,” মজা করে বললেন এনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ১৬:৩৯
Share:

এনা সাহা।

শুট বন্ধ। সন্তোষপুর এলাকায় বাড়ির ছাদ থেকে বা বারান্দায় ঝুঁকে মানুষকে অনুরোধ করছেন তিনি। এনা সাহা।

Advertisement

কি অনুরোধ? আনন্দবাজার ডিজিটালকে বললেন এনা, “মানুষের কথা সবাই ভাবছে, কিন্তু কুকুরদের কথা সে ভাবে কেউ ভাবছেন না। আমাদের পাড়ায় অনেক কুকুর, ওদের খেতে দেবে কে? তাই বারান্দা থেকে ডেকে ডেকে পাড়ার মানুষকে বলছি একবেলা করে কয়েক জন কুকুরকে খাওয়ানোর দায়িত্ব নিতে।” ‘চিরদিনই তুমি যে আমার টু’ থেকে ‘বিগ বস’ সবেতেই দর্শকের নজর কেড়েছেন এই তন্বী।

এনার বাড়ি লকডাউনের বাজারেও জমজমাট। বাড়িতে মা, বাবা, চারটে ‘পাপি’, মাছ আর তিন বোন নিয়ে চলছে তাঁর সংসার। বোনেদের সঙ্গে ঝগড়া হলেও ‘ওই কাডলিং ব্যাপারটা করোনার জন্য হচ্ছে না’, মনে করিয়ে দিলেন এনা। বললেন, “লোকে আমায় পাগল ভাবতে পারেন, কিন্তু মাছের সঙ্গে কথা বলে আমার দিন কাটছে। নিজেই নিজের খাবার তৈরি করছি, আমার পরের বোনের সঙ্গে শেয়ার করে খাচ্ছি। এখন প্রচুর ডার্ক চকোলেট খাওয়া হয়ে যাচ্ছে, ইশ! লকডাউনে আমি মোটা হয়ে যাব,’’ হাসতে হাসতে বলে উঠলেন এনা।

Advertisement

আরও পড়ুন- ‘ছেলে অনেক খেটেছে’, জন্মদিনে অঙ্কুশকে কেন বললেন ঐন্দ্রিলা ?

বাড়িতে ছবি দেখে, বই পড়ে দিন কাটছে।

আর বয়ফ্রেন্ড?

“আমার ভাইবোনেরা যে ভাবে আমায় সারাক্ষণ ঘিরে থাকে, আমার বয়ফ্রেন্ড আর হবে না,” মজা করে বললেন এনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement