Entertainment News

পুলিশের জীবন ধরা পড়বে ‘হেডকোয়াটার্স লালবাজার’-এ

গত ৮ জুলাই থেকে শুরু হয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত সুরিন্দর ফিল্মস প্রযোজিত আসন্ন এই ওয়েব সিরিজের শুটিং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০০:১৫
Share:

শুটিংয়ে সৌরসেনী।

কখনও খুনের রহস্য ফাঁস করে, খুনিকে ধরে ফেলছেন তাঁরা। কখনও বা হারানো প্রাপ্তি মিলছে তাঁদের উদ্যোগে। তাঁরা অর্থাত্ পুলিশ। সিনে পর্দায় বহু পুলিশকে দেখেছেন আপনি। এ বার পুলিশের বাস্তব জীবনের ঘটনা পর্দায় দেখবেন দর্শক। সৌজন্যে আসন্ন ওয়েব সিরিজ ‘হেডকোয়াটার্স লালবাজার’।

Advertisement

গত ৮ জুলাই থেকে শুরু হয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত সুরিন্দর ফিল্মস প্রযোজিত আসন্ন এই ওয়েব সিরিজের শুটিং। ‘জি ফাইভ’-এর প্ল্যাটফর্মে তা দেখতে পাবেন দর্শক। লালবাজারের হোমিসাইড শাখার অফিসারদের বাস্তব জীবন ফ্রেমবন্দি হবে। পেশাদার এবং ব্যক্তিগত দুই জীবনই দেখানোর চেষ্টা করবেন পরিচালক।

কৌশিক সেন, সুব্রত দত্ত, সৌরসেনী মৈত্র, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, স্বাগতা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, দিব্যেন্দু ভট্টাচার্য, সুপ্রিয় দত্ত, রঞ্জিনী চক্রবর্তী, শ্রীদীপ চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে ‘হেডকোয়াটার্স লালবাজার’।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ঋত্বিককে ঘিরে শুভশ্রীর স্বপ্ন কি সফল হবে?

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ। ).

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement