পরিচালক এবং অভিনেতা।
সারা শহর ‘আহা রে মন’-এর পোস্টারে মোড়া। সক্কাল সক্কল অভিনেতা আদিল হোসেন আর পরিচালক প্রতীম ডি গুপ্ত কথা বলতে আরম্ভ করলেন-
প্রতীম: শটের আগের দিন স্ক্রিপ্ট পড়ছে ইংরিজিতে! ওমা! পরের দিন ফাটাফাটি শট বাংলা সংলাপে!
আদিল: আমি অসমের মানুষ ‘হাঁদাভোঁদা’ থেকে ‘স্বপনকুমার’ সব পড়েছি রে ভাই...
আড্ডা চলল...
আরও পড়ুন, ‘প্রতিম ছাড়া অন্য কেউ হলে ‘আহা রে মন’ করব কি না ভাবতাম’
শ্রীদেবী থেকে পাওলি অভিনেত্রীদের নিয়ে মন খুললেন আদিল, অসমের মিঠে মেজাজের বাঙালি! তাঁর বাংলায় বাংলা সাহিত্যের পুরনো শব্দের ব্যবহার, রীতিমতো অবাক করে দেয়। পাশে প্রতীম ততক্ষণে পাওলি আর আদিলের কেমিস্ট্রি নিয়ে সবাক! ‘‘এ ছবির শক্তিশালী অভিনেতারাই এ ছবির ইউএসপি’’ বলছেন ‘মাছের ঝোল’ এর পরিচালক! মনখারাপের ঝুড়িতে একরাশ ভালবাসার গল্প, অপেক্ষার গল্প বলবে ‘আহা রে মন’। জীবনপাতার হিসেব নয়, হৃদয়ের খেলায় মেতে উঠলেন ‘আহা রে মন’-এর পরিচালক, অভিনেতা।