Entertainment News

যন্ত্রনির্ভর জীবনে ‘স্টাক’-এর নজর

এ ছবিতে একটিই চরিত্র। অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। চলতি জুলাইয়ে প্রথমে ইয়র্কশায়ার বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে এই ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ১২:৫৭
Share:

ছবির দৃশ্যে রাহুল।

ধরুন, সকালবেলার কফিটা তৈরি করে দিল কফি মেশিন। ডিশ ওয়াশারে ধোওয়া হয়ে গেল আগের রাতের বাসন। এর পর বাড়ির যাবতীয় কাজ বা অফিস— সবটাই আপনার হয়ে সামলে দেবে যন্ত্র। হ্যাঁ, তাতে হয়তো আপনার পরিশ্রম কমবে। কিন্তু কতটা যন্ত্র নির্ভর হয়ে উঠবেন, তা কখনও ভেবে দেখেছেন?

Advertisement

ভেবেছেন রাকা চৌধুরি এবং ঋক সুন্দর বন্দ্যোপাধ্যায়। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নিয়ে কাজ করছেন তাঁরা। ইয়র্কশায়ার বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পেপারও পড়বেন। সে কারণেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি ছবি তৈরি করার অনুরোধ নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের কাছে। প্রদীপ্ত এই বিষয়ের ওপর তৈরি করেছেন ১১ মিনিটের ছবি ‘স্টাক’।

‘‘আগামী দিনে যন্ত্র আমাদের নিয়ন্ত্রণ করতে চলেছে। এই যান্ত্রিক জীবন কী ভাবে সামলাব জানি না। সারাক্ষণ ক্যামেরা বা ফোন, কেউ যেন নজর রাখছে। আমরা মেশিন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। এটা কতটা আমরা ওভারকাম করতে পারব জানি না। তবে লোকের সচেতন হওয়া দরকার। এটা নিয়েই ছবি’’ বললেন প্রদীপ্ত।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

এ ছবিতে একটিই চরিত্র। অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। চলতি জুলাইয়ে প্রথমে ইয়র্কশায়ার বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে এই ছবি। এর পর বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানো হবে বলে জানালেন প্রদীপ্ত।

আরও পড়ুন, ইতালি গেলেন কোয়েল, সঙ্গী অঞ্জন, কারণ…

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement