Entertainment News

চম্বলের দুর্ধর্ষ ডাকাতদের গল্প, মুক্তি পেল ‘সোনচিড়িয়া’র ট্রেলার

সোমবার মুক্তি পেল অভিষেক চৌবে পরিচালিত আসন্ন ছবি ‘সোনচিড়িয়া’র ট্রেলার। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৩:৩৩
Share:

ট্রেলারের একটি দৃশ্যে ভূমি পেডেনকর।

‘আত্মসমর্পণ করলে জেলে কি মটন দেবে?’… আকাশের দিকে তাকিয়ে পাশাপাশি শুয়ে এ কথা বলে ওঠে এক ডাকাত। চম্বলের ডাকাত। যাদের ভয়ে এক সময় কাঁপত গোটা এলাকা। কিন্তু সেই ডাকাত দলের ডাকাতিরও তো ইতিহাস আছে। পেটের দায়ে? সাধারণ মানুষের পাশে দাঁড়ানো? নাকি সরকারকে শায়েস্তা করাই ছিল উদ্দেশ্য?

Advertisement

সোমবার মুক্তি পেল অভিষেক চৌবে পরিচালিত আসন্ন ছবি ‘সোনচিড়িয়া’র ট্রেলার। এ ছবিতে মিলবে এই সব প্রশ্নের উত্তর। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

সুশান্ত সিংহ রাজপুত, মনোজ বাজপেয়ী, রণবীর শোরে, আশুতোষ রানা, ভূমি পেডেনকরের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। ১৯৭০-এ চম্বল এলাকায় ডাকাতদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাও দেখানো হবে এই ছবিতে। বলি মহলের অনেকেই বলছেন, সুশান্ত সিংহ রাজপুতকে নতুন রূপে আবিষ্কারের রসদ রয়েছে এই ছবিতে।

Advertisement

আরও পড়ুন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে রিজেক্ট করার সুযোগ অনেক বেশি’

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement