Entertainment News

বহু চরিত্রের মিশেলে মুক্তি পেল ‘শাহজাহান রিজেন্সি’র ট্রেলার

এ ছবি হতে চলেছেন চৌরঙ্গীর ‘জাতিস্মর’। তেমন ইঙ্গিতই ট্রেলারে রয়েছে পরমব্রতর কথায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১২:১৬
Share:

ছবির একটি দৃশ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়।

শঙ্করের চৌরঙ্গী পড়েছেন? এ বার সেই চৌরঙ্গীর ‘জাতিস্মর’কে পরখ করার পালা। সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘শাহজাহান রিজেন্সি’। সদ্য মুক্তি পেল এ ছবির ট্রেলার।

Advertisement

এ ছবি হতে চলেছেন চৌরঙ্গীর ‘জাতিস্মর’। তেমন ইঙ্গিতই ট্রেলারে রয়েছে পরমব্রতর কথায়। ট্রেলার শুরু হচ্ছে অঞ্জন দত্তর গলায় একটি কবিতার ব্যাকগ্রাউন্ডে। গল্প বলছেন আবির চট্টোপাধ্যায়। চরিত্ররা ছড়িয়ে থাকছে চিত্রনাট্যের ভাঁজে।

কখনও স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাহসী অবতার। কখনও মমতাশঙ্করের কষ্ট। কখনও ঋতুপর্ণা সেনগুপ্তের সেতার। কখনও পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন অভিজ্ঞতা। কখনও বা কাঞ্চন মল্লিকের হাসির রসায়ন— সব রসদই সৃজিত মজুত করেছেন এই ছবিতে। অন্তত ট্রেলারে সে ইঙ্গিতই পেলেন টলি মহলের একটা বড় অংশ।

Advertisement

আরও পড়ুন, আমার এক্সাইটমেন্টটা ভেতরেই থাকবে, বলছে জোজো

আলো-আঁধারি ‘শাহজাহান রিজেন্সি’র গোপনীয়তায়, রহস্যে জড়িয়ে থাকে ‘আমি একটা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে…’র মতো গান। সব কিছু ঠিক থাকলে ২০১৯-এর জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবি। অপেক্ষার পারদ চড়ছে সিনেপ্রেমীদের।

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement