Entertainment News

‘বর্ণপরিচয়’-এ প্রথমবার এক ফ্রেমে যিশু-আবির, দেখুন ট্রেলার

যিশু, আবির ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা সরকার। এ ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনুপম রায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ১৪:১৮
Share:

ছবির দৃশ্যে যিশু এবং আবির।

দীর্ঘ অপেক্ষার অবসান। আবির চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তকে পর্দায় একসঙ্গে দেখার অপেক্ষা ছিল দীর্ঘদিনের। মৈনাক ভৌমিক তাঁর আসন্ন ছবি ‘বর্ণপরিচয়’-এ দুই অভিনেতাকে ফ্রেমবন্দি করেছেন। সদ্য মুক্তি পেল সেই ছবির ট্রেলার।

Advertisement

‘বর্ণপরিচয়’ আদতে এক সাসপেন্স থ্রিলার। একজন পুলিশের গোয়েন্দা। যিনি পরিবার, চাকরি-সহ প্রায় সব কিছু হারিয়েছেন। আর একজন এক সিরিয়াল কিলার। এই দুই চরিত্রের টানাপড়নকে সাক্ষী রাখতে উত্তেজনার রোলার কোস্টার দর্শককে উপহার দেবেন মৈনাক।

যিশু, আবির ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা সরকার। এ ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ভাল-মন্দের দ্বন্দ্ব, মৃত্যুর ব্যকরণের রোলার কোস্টারের আধারে তৈরি এই ছবি। সব কিছু ঠিক থাকলে মুক্তি পাবে আগামী ২৬ জুলাই।

Advertisement

আরও পড়ুন, দেখুন নুসরতের বিয়ের ফোটো অ্যালবাম

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement