Entertainment News

দেখুন ‘শেষের গল্প’র এক্সক্লুসিভ টিজার

এই ছবিতে নিজের মতো করে ‘শেষের কবিতা’র পরের অংশ বলার চেষ্টা করেছেন জিত্। তাঁর চিত্রনাট্যে বৃদ্ধ অমিত আপাতত থাকেন বৃদ্ধাশ্রমে। হঠাত্ই সেখানে একদিন অক্সফোর্ডের এক অবসরপ্রাপ্ত অধ্যাপিকা এসে পৌঁছন। তিনিই অমিতের হারিয়ে যাওয়া প্রেম। লাবণ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০১৯ ১৫:০৩
Share:

ছবির দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়।

অমিত, লাবণ্যকে মনে আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বহু রচনার মধ্যে ‘শেষের কবিতা’র অমিত-লাবণ্যর কাছে যেন বার বার ফিরে যান পাঠক। নিজের মধ্যেই হয়তো খুঁজে পান চরিত্রদের। সেই রচনার অনুপ্রেরণায় জিত্ চক্রবর্তী তৈরি করেছেন তাঁর প্রথম ছবি ‘শেষের গল্প’।

Advertisement

এই ছবিতে নিজের মতো করে ‘শেষের কবিতা’র পরের অংশ বলার চেষ্টা করেছেন জিত্। তাঁর চিত্রনাট্যে বৃদ্ধ অমিত আপাতত থাকেন বৃদ্ধাশ্রমে। হঠাত্ই সেখানে একদিন অক্সফোর্ডের এক অবসরপ্রাপ্ত অধ্যাপিকা এসে পৌঁছন। তিনিই অমিতের হারিয়ে যাওয়া প্রেম। লাবণ্য।

একই সঙ্গে এ গল্পে আসে আকাশ এবং কুহুর দাম্পত্য। তাঁদের সঙ্গে ঠিক সে সব ঘটনাই ঘটতে থাকে, যা বহু বছর আগে ঘটেছিল অমিত-লাবণ্যর জীবনে। অমিত-লাবণ্যর প্রেম কি এ বার পূর্ণতা পাবে? উত্তর খুঁজবে এই ছবি।

Advertisement

আরও পড়ুন, সানিয়ার ছেলেকে নিয়ে চিন্তিত বীণা! সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ

সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শংকর, খরাজ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। গানঘরের দায়িত্ব সামলেছেন জয় সরকার। এই ছবির জন্যই প্রথমবার একসঙ্গে গান গাইলেন নচিকেতা চক্রবর্তী এবং কৌশিকী চক্রবর্তী। রূপঙ্কর বাগচী, অনুপম রায় এবং লোপামুদ্রা মিত্রের গানও রয়েছে ছবিতে। এ ছবির টিজার এক্সক্লুসিভলি দর্শক প্রথম দেখেছন আনন্দবাজার ডিজিটালে।

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement