দেশভাগ, স্বজন হারানোর যন্ত্রণা, দেশান্তর— এ সব নিয়েই ‘শঙ্খচিল’ তৈরি করেছেন পরিচালক গৌতম ঘোষ।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই ছবির প্রধান চরিত্র একটি নদী। দেশভাগের পর নদীর দখল কার, সে বিতর্কেই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বাংলাদেশি নায়িকা কুসুম শিকদার। এ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ঊষসী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায়। দেখে নিন ছবি তৈরির কিছু অংশ।
আরও পড়ুন
পয়লা বৈশাখে মুক্তি পেতে পারে ‘শঙ্খচিল’