Entertainment News

ক্যামেরার সামনে নগ্ন! কে এই অভিনেত্রী?

রত্না কুমার পরিচালিত এই ছবির ফার্স্ট লুক যথেষ্ট সাড়া ফেলেছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ১১:০৪
Share:

ছবির দৃশ্যে অমলা।

নগ্ন। ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন মেয়েটি। একেবারেই চিত্রনাট্যের দাবি মেনে। তবুও ভারতীয় সিনেমার প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাহসী পদক্ষেপ বৈকি! আর এই সাহস দেখালেন অমলা পাল। সদ্য মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘আদানি’র টিজারে অমলার নগ্নতা নিয়ে আলোচনা শুরু হয়েছে সিনে মহলে।

Advertisement

রত্না কুমার পরিচালিত এই ছবির ফার্স্ট লুক যথেষ্ট সাড়া ফেলেছিল। টিজারে দেখা যাচ্ছে, মেয়েকে খুঁজে না পেয়ে থানায় গিয়েছেন মা। মেয়ের সঙ্গে তাঁর শেষ যখন কথা হয়, মেয়ে মত্ত অবস্থায় ছিল। সেই মেয়েকে কি খুঁজে পাওয়া যাবে শেষ পর্যন্ত? কয়েক মাস পরেই মুক্তি পাবে ছবিটি।

কেরলের এক খ্রিষ্টান পরিবারে অমলার জন্ম। ইংরেজি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর তিনি অভিনয় জগতে পা রাখেন। যদিও মেয়ের অভিনয় করা নিয়ে অমলার বাবার প্রবল আপত্তি ছিল। কিন্তু ভাইয়ের সমর্থন পেয়েছিলেন তিনি। পরে বাবাও মেয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী হতেও আপত্তি নেই, এ কথা আগে বহু বার জানিয়েছেন অমলা। ‘আদানি’ যেন তারই প্রমাণ।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, দীপিকা পাডুকোনের মতো দেখতে এই অভিনেত্রী কে?

আরও পড়ুন, স্বমেহনের দৃশ্যের শুটিংয়ের আগে কী ভাবে তৈরি হয়েছিলেন কিয়ারা?

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement