সোনম কপূর। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
সমকামিতাকে আইনি স্বীকৃতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু এখনও সমকামিতা ভারতে তেমন ভাবে সামাজিক স্বীকৃতি পায়নি। বহু সিনেমায় সমকামিতা নিয়ে কাজ হয়েছে। কিন্তু চেনা ছকের বাইরে বেরিয়ে কাজ করতে কতটা স্বচ্ছন্দ শিল্পীরা? সম্প্রতি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করেছেন সোনম কপূর। ওই চরিত্রে অভিনয় করা নিয়ে তাঁর মনে কোনও দ্বিধা ছিল না বলে জানিয়েছেন সোনম।
‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’-এ সোনমের চরিত্রের নাম ছিল সুইটি চৌধুরি। বাবার ভূমিকায় ছিলেন অনিল কপূর। এই ছবিতেই প্রথম স্ক্রিন শেয়ার করেছেন রিয়েল লাইফের বাবা-মেয়ে।
সোনমের কথায়, ‘‘আমার চরিত্রটা দেখে যদি একদন মানুষের জীবনেও কোনও পরিবর্তন আসে, কোনও একজনও যদি উপকার পান, তা হলেই আমি খুশি। আর সমকামীর চরিত্র বলে আমার আলাদা করে কোনও ভয় ছিল না। নেগেটিভিটি নিয়ে ভাবিনি আমি।’’
আরও পড়ুন, কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন কৌশানী?
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)