সলমন বলেছিলেন, ‘মুঝে লড়কি মিল গয়ি’। অনেকেই ভেবেছিলেন বিয়ে করবেন সলমন খান। কিন্তু জল্পনা উড়িয়ে সলমন বলেছিলেন, ‘লভযাত্রী’ ছবির নায়িকাকে অবশেষে খুঁজে পেয়েছেন। বলিউডের নতুন এই সেনসেশনকে চেনেন?
সলমন খানের সঙ্গে এই নায়িকার বিশেষ বন্ধুত্ব নিয়েও জল্পনা ছড়িয়েছিল বি টাউনে। ওয়ারিনা কিন্তু সলমনকে ‘রিয়্যাল লাইফ হিরো’ বলে উল্লেখ করেছিলেন। যদিও অনেকেই বলেছেন, ওয়ারিনাকে সলমনই প্রথম ব্রেক দিয়েছেন বলিউডের বিগ বাজেট ছবিতে। তাই তাঁদের সম্পর্ক নিয়ে এই রটনা।
সলমনের ভগ্নিপতি আয়ূষ শর্মার সঙ্গে বলিউড ডেবিউ করেন ওয়ারিনা হুসেন। বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ ওয়ারিনার প্রথম ছবি ফ্লপ হলেও ‘স্ক্রিন প্রেজেন্স’-এ মুগ্ধ হয়েছেন দর্শকরা।
এদিকে সলমনের বোন অর্পিতা শর্মা নাকি ওয়ারিনার সঙ্গে আয়ূষের ঘনিষ্ঠতার কারণে রীতিমতো ক্ষুব্ধ। যদিও অর্পিতার ভূয়ষী প্রশংসা করে খান পরিবারকে নিজের পরিবার বলেই উল্লেখ করেছিলেন ওয়ারিনা। এই পরিবারের জন্য নিজেকে একা মনে হয় না, এমনটাও বলেন তিনি।
ওয়ারিনার বাবা ইরাকের ও মা আফগানিস্তানের মানুষ। কাবুলে জন্মেছেন তিনি। ২০১৩ সালে দিল্লিতে মডেলিং দিয়ে বিনোদনের জগতে প্রবেশ করেন এই নায়িকা।
বর্তমানে যদিও মুম্বইয়ের বাসিন্দা এই অভিনেত্রী। কর্মসূত্রে তিনি থেকেছেন বিশ্বের নানা দেশে।
নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন ওয়ারিনা। বই পড়তে অসম্ভব ভালবাসেন এই নায়িকা। ভালবাসেন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতেও। গান, নাচ, বেড়ানো এই তিনটি বিষয় সবচেয়ে বেশি পছন্দ ওয়ারিনার।
চকোলেট সংস্থার বিজ্ঞাপনের মাধ্যমে ওয়ারিনা সবার নজর কেড়েছিলেন।
‘লভযাত্রী’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর নিজের ইনস্টাগ্রাম থেকে একের পর এক ছবি সরিয়ে নেন নায়িকা।
ওয়ারিনার পরবর্তী প্রজেক্ট কী? তা নিয়ে নায়িকা এখনও কিছু না জানালেও বোল্ড অবতারে তিনি ফিরতে চান বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।