Viral Video

বিক্রমের নতুন ছবি দেখার জন্য মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর উড়ে যাচ্ছেন দর্শকরা

সিনেমাটি সিঙ্গাপুরেও মুক্তি পেয়েছে। তাই কেউ কেউ সিনেমাটি দেখার জন্য সিঙ্গাপুর উড়ে যাচ্ছেন। ফলে বাড়তি কিছু খরচ করতে হচ্ছে তাঁদের। তাই গোটা বিষয়টি নিয়ে তাঁরা কিছুটা বিরক্ত

Advertisement

সংবাদ সংস্থা

কুয়ালালামপুর শেষ আপডেট: ২২ জুলাই ২০১৯ ২০:৫২
Share:

বিক্রম। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

তামিল সুপাস্টার বিক্রমের নতুন ছবি ‘কাদারাম কোনডান’ মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে না। মালয়েশিয়া সরকারের তরফে জানানো হয়েছে, এই ছবিতে মালয়েশিয়া পুলিশকে যে ভাবে দেখানো হয়েছে তাতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাদের। ফলে বেশির ভাগ অংশ মালয়েশিয়ায় শ্যুটিং হলেও ছবিটি সেই দেশেই দেখতে পাচ্ছেন না তামিল সিনেমাপ্রেমীরা।

Advertisement

‘কাদারাম কোনডান’, যার বাংলা করলে দাঁড়ায় ‘কেদাহ-র শাসক’। সিনেমাটি নিজের রাজকমল ফিল্মের ব্যানারে প্রযোজনা করেছেন কমল হাসান। মুখ্য চরিত্রে বিক্রম ছাড়াও রয়েছেন কমল হাসানের ছোট মেয়ে অক্ষরা।

‘কাদারাম কোনডান’ অ্যাকশন থ্রিলারটি শ্যুটিং হয়েছে মালয়েশিয়ায়। তাই মালয়েশিয়ায় বসবাসকারী ভারতীয় বিশেষ করে তামিল সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে ছিলেন ‘কাদারাম কোনডান’ দেখার জন্য। কিন্তু তাঁদের হতাশই হতে হচ্ছে। তবে সিনেমাটি সিঙ্গাপুরেও মুক্তি পেয়েছে। তাই কেউ কেউ সিনেমাটি দেখার জন্য সিঙ্গাপুর উড়ে যাচ্ছেন। ফলে বাড়তি কিছু খরচ করতে হচ্ছে তাঁদের। তাই গোটা বিষয়টি নিয়ে তাঁরা কিছুটা বিরক্ত।

Advertisement

আরও পড়ুন : বান্ধবীর বয়ফ্রেন্ডের ওপর ভরসা করে গণধর্ষণের শিকার দ্বাদশ শ্রেণির কিশোরী

আরও পড়ুন : স্বামীকে খাটের সঙ্গে বেঁধে পুড়িয়ে খুন! আরামবাগে প্রেমিক-সহ গ্রেফতার স্ত্রী

এটাই প্রথম নয়। এর আগেও তামিল ছবি ‘সিন্দবাদ’ নিষিদ্ধ করে দেয় মালয়েশিয়া সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement