Ram Charan

ভাইঝির সঙ্গে রামচরণের নাচের ভিডিয়ো ভাইরাল

সেই ভিডিয়োতে ভাইঝির সঙ্গে নাচতে দেখা যাচ্ছে ওই জনপ্রিয় অভিনেতাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ১৫:৪৪
Share:

ভাইঝির সঙ্গে নাচছেন রাম চরণ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

দক্ষিণের অভিনেতা রামচরণ। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন একটি ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে সাড়ে ১১ লক্ষ বার। সেই ভিডিয়োতে ভাইঝির সঙ্গে নাচতে দেখা যাচ্ছে ওই জনপ্রিয় অভিনেতাকে।

Advertisement

হলুদ রঙের টি-শার্ট ও নীল জিন্স পরে রয়েছেন রামচরণ। তাঁর ভাইঝি নভিস্কা। তাঁদের সামনে থাকা টিভিতে হচ্ছে বাচ্চাদের গান ‘বেবি শার্ক’। নভিস্কা এক দৃষ্টিতে দেখছে টিভিতে হওয়া সেই নাচ। আর অভিনেতা ভাইঝিকে উৎসাহিত করতে ওই গানে নাচছেন। নভিস্কাও মাঝে মধ্যেই নেচে উঠছেন।

ভিডিয়োটি আপলোড করে রামচরণ লিখেছেন, ‘‘ডার্লিংয়ের সঙ্গে নাচ।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

Dance off with this darling 💃🏼🕺🏻@navishka_k

A post shared by Ram Charan (@alwaysramcharan) on

নভিস্কা রামচরণের বোন শ্রীজা কল্যাণের মেয়ে। ২০০৭-এ তেলুগু ছবি ‘চিরুতা’ ছবিতে ডেবিউ হয় রাম চরণের। তার পর দক্ষিণের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত হবে, আদালতে জানাল কেন্দ্র

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি, রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement